ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বোলিংয়ে নিষিদ্ধ জিম্বাবুইয়ান ওয়ালার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
বোলিংয়ে নিষিদ্ধ জিম্বাবুইয়ান ওয়ালার ছবি: সংগৃহীত

ঢাকা: অবৈধ বোলিং অ্যাকশন খুঁজে পাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ হলেন জিম্বাবুয়াই অলরাউন্ডার ম্যাকলম ওয়ালার। আইসিসি’র এক ঘোষণায় জানানো হয় ওয়ালার এখন আর বোলিং করতে পারবেন না।



চলতি মাসের শুরুতে ইউনিভার্সিটি অব প্রিটোরিয়া ওয়ালারের বোলিং পরিক্ষা করা হয়। পরে তার অফস্পিন বোলিংয়ে অবৈধ অ্যাকশন খুঁজে পাওয়া যায়। যেখানে তিনি তার হাতের কব্জি ১৫ ডিগ্রির বেশি ভাঙেন।

এর আগে ২০১৪ সালের নভেম্বরে খুলনায় বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বোলিং করার সময় আম্পায়ররা ওয়লারের বোলিংয়ে সন্দেহ প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।