ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপিএলের আগেই ফিরবেন শাহাদাত!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
বিপিএলের আগেই ফিরবেন শাহাদাত! ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কন্ডিশনিং ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা যখন মিরপুরে দাপিয়ে বেড়াচ্ছেন, শাহাদাত হোসেন রাজিব তখন জিমনেশিয়ামে। হাঁটুর ইনজুরির কারণে চার-দেয়ালে বন্দী থাকতে হচ্ছে তাকে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী জিম ছাড়া কিছু করছেন না এই পেসার।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) তার হাঁটুর অস্ত্রোপচারের দুই মাস পূর্ন হয়েছে। নিজেকে নতুন করে গড়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হচ্ছেন তিনি।

ইনজুরির কারণে মিস করেছেন ভারত ও দক্ষিণ আফ্রিকা সিরিজ। সামনের অস্ট্রেলিয়া সিরিজেও দেখা যাবে না তাকে। তবে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে ফিরতে মরিয়া এই ডানহাতি পেসার। নভেম্বরের ২৫ তারিখে পর্দা উঠবে বিপিএলের।

হাঁটুর ইনজুরির উন্নতি হচ্ছে ধীরে ধীরে। শাহাদাত নিজেই সেটি উপলব্ধি করতে পারছেন, ‘আমি ফিল করছি এখন আগের চেয়ে অনেক বেটার আছি। অস্ত্রোপচারের দুই মাস পূর্ন হলো আজ। ডাক্তার বলেছিল দুই মাসের মধ্যে প্রপার জিম ও পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নিতে পারব। পায়ের অবস্থাও নাকি ভালো থাকবে। ওরকই হচ্ছে এখন। সেটা আমি নিজেই ফিল করছি। অনেক হার্ডওয়ার্ক করছি।   হয়তো একমাস পরই মাঠে ফিরব। ’

অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের টেস্ট সিরিজ। সেখানে ফেরা হচ্ছে না সেটা জানেন শাহাদাত। তবে বিপিএলের আগেই ফেরার প্রতিজ্ঞা তার, ‘অনেকগুলা সিরিজ মিস করেছি। নিজের কাছেই খুব খারাপ লাগছে। এটা পার্ট অব লাইফ, কিছু করার নেই। বিপিএলের আগে ডেফিনেটলি ফিরব। আর একটা মাস লাগবে। সেপ্টেম্বরের শেষের দিকে হয়তো আমি বোলিং শুরু করব। ’

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ খেলতে পারবেন না ভেবে আক্ষেপ ঝড়লো শাহাদাতের কন্ঠে, ‘২০০৬ এ অস্ট্রেলিয়ার সবিপক্ষে টেস্ট খেলেছিলাম। ফতুল্লা এবং চট্টগ্রামে ম্যাচ ছিল। খুব ভালো খেলেছিলাম আমি আর মাশরাফি ভাই। সে অভিজ্ঞতা খুব ভালো ছিল। খারাপ তো লাগবেই, অনেক দিন পর অস্ট্রেলিয়া ‍আসতেছে বাংলাদেশে। দলে থাকলে হয়তো আগের অভিজ্ঞতা কাজে লাগাতে পারতাম। ’

ইনজুরি কাটিয়ে জাতীয় দলে ফেরাটা চ্যালেঞ্জের হলেও সেই চ্যালেঞ্জ নিতে মানসিকভাবে প্রস্তত এই টাইগার পেসার, ‘আগেও কিন্তু চ্যালেঞ্জ ছিল। মাশরাফি ভাইও কিন্ত অনেক সংগ্রাম করে ঢুকেছেন। এটা থাকবেই। যখন থেকে আমি ক্রিকেট শুরু করি, তখন থেকেই চ্যালেঞ্জ জিনিসটা কেন জানি পছন্দ করি। আমি যদি সুযোগ পাই ভালোভাবেই কামব্যাক করব। ’

অস্ট্রেলিয়া সিরিজে না খেলতে পারলেও বাংলাদেশ দল অস্ট্রেলিয়া সিরিজে ভালো করবে বলে বিশ্বাস এই পেসারের, ‘আমাদের টিমটা অনেক বেটার। অনেক শক্তিশালী হয়েছে এখন। নরামালি যে রকম ক্রিকেট খেলছে। এরকম খেললে অনেক কম্পিটিশন হবে-যেটা দক্ষিণ আফ্রিকার সঙ্গে হয়েছে। ’
 
উল্লেখ্য, পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্ট চলাকালে প্রথম ওভারের তৃতীয় বলটি করার সময় চোটাক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন শাহদাত। লাঞ্চ বিরতির সময় বোলিং কোচ হিথ স্ট্রিকের সঙ্গে বোলিং অনুশীলন করার সময় আবারও পড়ে গিয়ে পায়ে ব্যাথা অনুভব করলে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তার ডান হাঁটুর লিগামেন্ট ও মিনিসকাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পর অস্ট্রেলিয়ায় তার হাঁটুর ‍অস্ত্রোপচার করানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।