ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাট-বলের পর এবার ফিল্ডিং

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
ব্যাট-বলের পর এবার ফিল্ডিং ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নারী ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্পে একেক দিন একেক ডিপার্টমেন্টকে গুরুত্ব দিচ্ছেন হেড কোচ চ্যাম্পিকা ‍গামাগে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) গুরুত্ব পায় ফিল্ডিং অনুশীলন।

ফিল্ডিং নিয়ে এদিন বাড়তি কাজ করেছেন এই লংকান কোচ। এর আগে সালমা-জাহানারা-রুমানাদের কয়েকদিন ব্যাটিং-বোলিংয়ের বিভিন্ন ধাপ নিয়ে কাজ করেছেন তিনি।

মিরপুরের একাডেমি মাঠে সকালে অনুশীলনে যোগ দেন প্রাথমিক ক্যাম্পে থাকা ক্রিকেটাররা। ঘণ্টাখানেক চলে ফিল্ডিং অনুশীলন। ফিল্ডিংয়ের গুরুত্বপূর্ন অনুষঙ্গ ক্যাচিং অনুশীলনে বেশ মনযোগী ছিলেন সালমা-শুকতারা-পান্না ঘোষরা। এছাড়াও নারী দলের উইকেটরক্ষক নুজ‍াত তাসনিয়াকে আলাদাভাবে কিপিং অনুশীলন করিয়েছেন টাইগ্রেস কোচ।

গত ৭ আগস্ট থেকে ২৬ ক্রিকেটারকে নিয়ে মিরপুরে চলছে অনুশীলন ক্যাম্প। প্রথম দুই সপ্তাহ কেবল জিম আর ফিটনেস নিয়ে কাটালেও চলতি সপ্তাহ থেকে শুরু হয়েছে ব্যাট-বলের কঠোর অনুশীলন। এর পাশাপাশি আজ থেকে ফিল্ডিংকে গুরুত্ব দিচ্ছেন কোচিং স্টাফরা।  
 
উল্লেখ্য, এক বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ম্যাচ খেলা হচ্ছে না নারী দলের ক্রিকেটারদের। আগামী অক্টোবরে অবশ্য ৫টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে দক্ষিণ আফ্রিকা নারী দল বাংলাদেশ সফরে আসবে। হোম সিরিজ শেষে নভেম্বরের শেষ দিকে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নিতে ব্যাংকক যাবে টাইগ্রেসরা।

এসব ম্যাচের আগে অবশ্য পাকিস্তান সফরে যাওয়ার কথা চলছে সালমাবাহিনীর। শিগগিরই নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠানো হবে পাকিস্তানে। পর্যবেক্ষক দলের সবুজ সংকেত পেলে তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।