ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দুর্নীতির কারণেই কোচিং ছেড়েছিলেন বড়েমিঁয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
দুর্নীতির কারণেই কোচিং ছেড়েছিলেন বড়েমিঁয়া ছবি: সংগৃহীত

ঢাকা: তিন মেয়াদে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের কোচ থাকা জাভেদ মিঁয়াদাদ জানিয়েছেন, দুর্নীতি ও অনৈতিক চর্চার কারণেই ১৯৯৯ সালে দলটির কোচের পদ থেকে সরে দাঁড়ান তিনি। মিঁয়াদাদ আরো জানান, সে সময় দলটি স্পট ফিক্সিংয়ের মতো ঘটনার সঙ্গে জড়িত ছিল।



৫৮ বছর বয়সী পাকিস্তানের সাবেক এ অধিনায়ক বিশ্বাস করেন, তিনি সচেতন ছিলেন বলেই সে সময় কোচের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। আর সে সময়ের দলটি সরাসরি অবৈধ কার্যক্রমে জড়িয়ে পড়েছিল।

বড়েমিঁয়া খ্যাত এ কিংবদন্তি ব্যাটসম্যান কোচ থাকা অবস্থায় পিসিবি’র চেয়ারম্যান ছিলেন খালিদ মেহমুদ। আর মিঁয়াদাদের ইস্তফার ব্যাপারটি সম্পর্কে খালিদ জানিয়েছিলেন, ক্রিকেটারদের নিয়ন্ত্রণের ব্যাপারে মিঁয়াদাদ আরো কঠোর হতে চেয়েছিলেন।

পরবর্তীতে খালিদের প্রসঙ্গে মিঁয়াদাদ বলেন, ‘আমি মেহমুদকে ঘটনাগুলো জানিয়েছিলাম। তবে সে আমার কথা বিশ্বাস করেনি। যার কারণে আজ পাকিস্তান ক্রিকেট ধ্বংসের পথে। ’

পাকিস্তানের হয়ে পাঁচটি বিশ্বকাপ খেলা মিঁয়াদাদ দলটির হয়ে ১২৪টি টেস্ট ও ২৩৩টি ওয়ানডে খেলেছিলেন। এছাড়া তিনি পিসিবি’র ডিরেক্টর জেনারেল পদেও ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।