ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘শাহাদাতকে ছাড় দেবে না বিসিবি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
‘শাহাদাতকে ছাড় দেবে না বিসিবি’ ছবি: জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় (পেস বোলার) শাহাদাত হোসেন রাজিবের বাসায় শিশু গৃহকর্মী নির্যাতনের ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন সংস্থাটির সভাপতি নাজমুল হাসান পাপন।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি এ কথা জানান।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিজয় উৎসবে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পাপন।

বিসিবি সভাপতি বলেন, শাহাদাত হোসেনের ব্যাপারে আমি বা বিসিবি ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আমার সঙ্গে সে দেখা করতে এসেছিল, আমি করিনি। আমার বা বিসিবির কিছুই করার নেই, সম্পূর্ণ আইনের বিষয়। এ কাজ যদি সে করে থাকে অত্যন্ত জঘন্য কাজ। কেউ ছাড় দেবে না, বিসিবির তো প্রশ্নই ওঠে না।
 
তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত, তদন্ত বা কোনো কিছু না বের হচ্ছে বিসিবি তার সঙ্গে সম্পর্ক রাখবে না। বিসিবি চুপ রয়েছে, চুপ থাকবে বলেও জানান পাপন।

বর্তমানে শাহাদাত ক্রিকেটের বাইরে থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, সম্ভাবনা বেশি। তবে বোর্ড সিদ্ধান্ত নেবে। যতক্ষণ সিদ্ধান্ত না হচ্ছে ততক্ষণ তো বাইরে থাকতে হবে।

মাহফুজা আক্তার হ্যাপি (১১) নামে শাহাদাতের বাসায় কাজ করা ওই শিশু গৃহকর্মী গত রোববার (০৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর পল্লবী এলাকা থেকে উদ্ধার হন। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
 
এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লীগ-বিপিএল’র দল সম্পর্কে সভাপতি বলেন, ৫টি দল আগে ছিল। আরও একটি হয়ে গেছে। সম্পূর্ণ একটি কর্পোরেট হাউজ খুলনা নিতে চাচ্ছে। বিপিএলে সর্বোচ্চ ৭টি, সর্বনিম্ন ৬টি দল হবে। আগামীকাল বা দু’দিনের মধ্যেই দল চূড়ান্ত হয়ে যাবে।
 
প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ান ট্রফি সময় মতো দিয়ে দেওয়া হবে বলেও জানান বিসিবি সভাপতি।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫, আপডেট ০০৫৬
আরইউ/আইএ

** ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রীকে খুঁজে পাচ্ছে না পুলিশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।