ঢাকা: বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) ও ঢাকা প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিজয় উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ উৎসব হয়।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ২০১৪ সালে ঢাকা প্রিমিয়ার লীগ, ২০১৪ ও ২০১৫ সালে বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠান আলোকিত করেন ক্লাবের অধিনায়ক মাহমুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শাহরিয়ার নাফিসসহ তারকা ক্রিকেটাররা। প্রাইম ব্যাংক সাউথ জোনের নেতৃত্ব দেওয়া মাশরাফি বিন মর্তুজা, ইমরুল কায়েস, আব্দুর রাজ্জাকসহ তারকা ক্রিকেটাররা অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ যোগ করেন।
অনুষ্ঠানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব দেশিয় ক্রিকেটে নতুন হলেও পেশাদারিত্ব ও একাগ্রতার কারণে চ্যাম্পিয়ন হয়েছে। ক্রিকেটারদের দক্ষতা উন্নয়নে ক্লাবটির অগ্রযাত্রা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও আশা করেন তিনি।
প্রাইম ব্যাংকের প্রেসিডেন্ট মো. সিরাজুল ইসলাম মোল্লা বলেন, তরুণ প্রজন্মকে বাঁচাতে খেলাধুলায় উৎসাহ দিতে হবে। যা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব দিয়ে যাচ্ছে।
ক্লাবের সাধারণ সম্পাদক তানজিল চৌধুরী বলেন, ঘরোয়া ক্রিকেটের কারণে বাংলাদেশ আজ বিশ্ব ক্রিকেটে আধিপত্য বিস্তার করছে। ক্রিকেটে বাংলাদেশকে একটি আদর্শ জায়গায় নিয়ে আসতে আমরা কাজ করছি।
অনুষ্ঠানে কেক কেটে বিজয় উদযাপন করেন ক্লাব ক্রিকেটার, কোচসহ প্রাইম ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ০২৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
আরইউ/আইএ