ঢাকা: রয়্যাল লন্ডন ওয়ানডে কাপ টুর্নামেন্টের শ্বাসরুদ্ধকর ফাইনালে সারেকে ৬ রানে হারিয়েছে গ্লোচেস্টারশায়ার। ইংলিশ কাউন্টি ক্লাব সারের হয়ে অল্পের জন্য শিরোপা হাতছাড়া করেন শ্রীলঙ্কান ব্যাটিং জিনিয়াস কুমার সাঙ্গাকারা।
আন্তর্জাতিক ক্রিকেটে অবসরে গেলেও ব্যাট হাতে দারুণ ধারাবাহিক সাঙ্গাকারা। সেমিফাইনালে ১৬৬ রানের অসাধারণ ইনিংসের পর ফাইনালেও ব্যাট হাতে কার্যকরী ভূমিকা রাখেন ৩৭ বছর বয়সী এ বাঁহাতি ব্যাটসম্যান।
কেনিংটন ওভালে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে নামে সারে। ২.২ ওভার বাকি থাকতে ২২০ রানে গুটিয়ে যায় গ্লোচেস্টারশায়ার।
জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সাঙ্গাকারা (৬০) ও ররি বার্নসের (৫৬) অর্ধশতকেও জয় বঞ্চিত হয় সারে। স্যাম কুরানের ব্যাট থেকে আসে ৩৭ রান। তিন বল বাকি থাকতে ২১৪ রানে তাদের ইনিংস থেমে যায়।
গ্লোচেস্টারশায়ারের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন অফস্পিনার টেইলর। ডেভিড পেইন, জেমস ফুলার ও টম স্মিথ দু’টি করে উইকেট লাভ করেন।
এর আগে ইংলিশ পেসার জেড ডার্নবাখের বোলিং তোপে দলীয় একশ রানেই চার উইকেট হারায় গ্লোচেস্টারশায়ার। পরে মিডল অর্ডারে নামা গেরেইন্ট জোনসের (৫০) অর্ধশতকে ভর করে তারা মাঝারি মানের স্কোর দাঁড় করায়। গ্যারেথ রোডারিক ৩৯, টম জেমস ২০ ও জ্যাক টেইলরের ব্যাট থেকে আসে ৩৫ রান।
সারের হয়ে একাই ছয় উইকেট দখল করেন জেড ডার্নবাখ। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ দু’টি উইকেট লাভ করেন। অধিনায়ক গ্যারেথ ব্যাটি নেন এক উইকেট।
অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হন ২৩ বছর বয়সী জ্যাক টেইলর।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
আরএম