ঢাকা: ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার মৃত্যুতে শোক জানাবেন বাংলাদেশের ক্রিকেটাররা। ১৭তম জাতীয় ক্রিকেট লিগে অংশ নিতে ক্রিকেটাররা এখন অবস্থান করছেন দেশের চারটি ভেন্যু ফতুল্লা, রাজশাহী, বগুড়া ও খুলনায়।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় জাতীয় লিগের প্রথম রাউন্ডের চতুর্থ দিনের খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করবেন ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালরা। এছাড়া ডালমিয়ার মৃত্যুতে শোক জানাতে বাহুতে কালো ব্যাজ ধারণ করবেন ক্রিকেটাররা।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় কলকাতার বিএম বিরলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন জগমোহন ডালমিয়া। ভারতীয় ক্রিকেট বোর্ডে ৩৬ বছর দায়িত্ব পালন করেছেন তিনি।
১৯৮৩ সালে তিনি প্রতিষ্ঠানটির কোষাধ্যক্ষের দায়িত্ব পান। পরবর্তীতে ১৯৯৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ডালমিয়ার। ১৯৯৮ সালে বাংলাদেশে আয়োজিত হয় মিনি বিশ্বকাপ। ভেন্যু হিসেবে বাংলাদেশকে নির্বাচণ করতে তিনি কার্যকরী ভূমিকা রাখেন। এছাড়া বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস দেওয়ার পেছনে তার গুরুত্বপূর্ণ অবদান ভোলার নয়।
বাংলাদেশ সময়:০৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এসকে/আরএম