ঢাকা: ক্রিকেট ক্যালেন্ডার হওয়ার পর নব উদ্যোমেই শুরু হয়েছিল ১৭তম জাতীয় লিগের প্রথম রাউন্ডের খেলা। কিন্তু বৃষ্টির কারণে ম্লান হয়ে গেছে প্রথম রাউন্ডের চার ম্যাচ।
চারদিনের ম্যাচের শেষ দিনে সোমবার (২১ সেপ্টেম্বর) বল গড়ায়নি দুই ভেন্যুতে।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকা মেট্রো-রংপুর ও রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রাজশাহী-বরিশালের ম্যাচে বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। ফলে দুপুরের আগেই ম্যাচ দুটি ড্র ঘোষণা করেন আম্পায়াররা। গতকাল (২০ সেপ্টেম্বর) ম্যাচের তৃতীয় দিনও বৃষ্টিতে ভেসে গিয়েছিল।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে চট্টগ্রাম-সিলেট ম্যাচে মাত্র চার ওভার খেলা হয়েছে। ম্যাচের দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ৩৫২ রান তুলেছিল সিলেট বিভাগ। তৃতীয় দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর চতুর্থ দিন সকালে মাঠে নামার আগেই ইনিংস ঘোষণা করে সিলেট। ব্যাটিংয়ে নেমে চার ওভারে ৩৬ রান তোলে চট্টগ্রাম। এরপর বৃষ্টি শুরু হলে ম্যাচ ড্র ঘোষণা করেন আম্পায়াররা। তামিম ইকবাল ১৩ ও ইয়াসির আলী ২৩ রানে অপরাজিত থাকেন।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ঢাকা-খুলনা বিভাগের ম্যাচটি চতুর্থ দিন শেষে ড্র হয়েছে। প্রথম ইনিংসে ১৮৭ রান করেছিল ঢাকা বিভাগ। জবাবে খুলনার প্রথম ইনিংস শেষ হয় ৩৪০ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ১৫ রান তোলে ঢাকা বিভাগ। মায়শুকুর রহমান ৬ ও আব্দুল মজিদ ৯ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ২১ সেপ্টেম্বর ২০১৫
এসকে/এমআর