ঢাকা: ভারত সফরে তিনদিনের ম্যাচে কর্ণাটকের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ ‘এ’ দল। ঘরোয়া ক্রিকেটে ২০১৪-১৫ মৌসুমের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন কর্ণাটক।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মহীসুরের শিখনাথ দত্ত স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ ‘এ’ দল।
ভারত ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারের পর তিনদিনের ম্যাচ খেলতে নামে মুমিনুল-নাসিররা।
এ ম্যাচ শেষে আগামী ২৭ সেপ্টেম্বর ব্যাঙ্গালুরুতে ভারত ‘এ’ দলের বিপক্ষে আনঅফিসিয়াল টেস্ট খেলবে বাংলাদেশ ‘এ’ দল। ৩০ সেপ্টেম্বর দেশে ফিরবে সৌম্য-বিজয়-নাসির-লিটনরা।
সফরকারী বাংলাদেশ ‘এ’ দলের অনেক ক্রিকেটারই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে সুযোগ পাবেন। তাই ভারত সফরে এ দুটি ম্যাচকে ভালো প্রস্তুতি হিসেবে দেখছে টিম ম্যানেজম্যান্ট।
ওয়ানডে সিরিজে নাসির হোসেন ও লিটন কুমার দাস দারুণ ব্যাটিং করেন। বল হাতে দুর্দান্ত দাপট দেখিয়েছেন পেসার রুবেলে হোসেন। টপঅর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় ওয়ানডে সিরিজে ১-১ সমতায় থাকার পর ২-১ এ সিরিজ হারে মুমিনুলবাহিনী।
বাংলাদেশ ‘এ’ দল: মুমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহ-অধিনায়ক) এনামুল হক বিজয়, সাব্বির রহমান রুম্মান, সৌম্য সরকার, লিটন কুমার দাস, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আরাফাত সানি, জুবায়ের হোসেন লিখন, রনি তালুকদার, সাকলাইন সজীব, শফিউল ইসলাম, আল আমিন হোসেন ও শুভাগত হোম চৌধুরী।
বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ২১ সেপ্টেম্বর ২০১৫
আরএম