ঢাকা: বাংলাদেশ ক্রিকেট লিগের (বিপিএল) প্রথম ও দ্বিতীয় আসরের খেলোয়াড়দের পাওনা টাকা বুঝিয়ে দিয়ে নির্ভার হয়েছিল বিপিএল গর্ভনিং কাউন্সিল। গত ৬ সেপ্টেম্বর প্রায় দুই কোটি টাকা দেওয়া হয় ৬৫ জন ক্রিকেটারকে।
বকেয়া পাওনা পরিশোধের বিষয়টি নিষ্পত্তি হতে পারতো সেদিনই। বিপিএলের দ্বিতীয় আসরে অংশ নেওয়া রংপুর রাইডার্স তাদের ক্রিকেটারদের বকেয়া পাওনা নিজেরা পরিশোধ করতে চেয়েছিল। বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেলেও রংপুর তাদের খেলোয়াড়দের পাওনা পরিশোধ করেনি। তাই পাওনা পরিশোধ করতে হলো বিসিবিকেই। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রংপুর রাইডার্সের ক্রিকেটারদের বকেয়া পাওনা পরিশোধ করে দিয়েছে বিসিবি।
এ ব্যাপারে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাইমুর রহমান সাংবাদিকদের জানান, ‘রংপুর রাইডার্সের ব্যাপারে আমরা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করেছি। নির্দিষ্ট সময়ে তারা ক্রিকেটারদের বকেয়া পাওনা দেয়নি। তারা যেহেতু বকেয়া পরিশোধ করেনি, সেহেতু বোর্ড থেকে পাওনা পরিশোধ করে দেওয়া হয়েছে। অন্য টিমগুলোকে যেভাবে পেমেন্ট করা হয়েছে সেভাবেই পেমেন্ট করে দেওয়া হয়েছে তাদের খেলোয়াড়েদের। ’
আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলের তৃতীয় আসরেও অংশ নিচ্ছে রংপুর। এজন্য এক কোটি টাকার পে-অর্ডার ও সাড়ে চার কোটি টাকার ব্যাংক গ্যারান্টি নির্ধারিত সময়ের আগে জমা দেওয়ায় তৃতীয় আসরে স্থান পেয়েছে পুরণো এ ফ্র্যাঞ্চাইজিটি।
বিপিএলে রংপুর যে ব্যাংক গ্যারান্টি দিয়েছে সেখান থেকে টাকা কেটে খেলোয়াড়দের দেওয়া যেত কিনা-এমন প্রশ্নে নাইমুর বলেন, ‘রংপুরের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের কথা হবে এ ব্যাপারে। আমার দায়িত্ব ছিল খেলোয়াড়দের সঙ্গে আপোষ করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা অঙ্কের উপর হিসেব-নিকেশ করে পেমেন্ট করা। ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনা করার দায়িত্ব কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিলের। ’
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর ২০১৫
এসকে/এমআর