ঢাকা: ফরহাদ হোসেনের অপরাজিত ৮০, নাজমুল হোসেন শান্তর ৬২ রানের সুবাদে জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১৮৩ রানের সংগ্রহ পেয়েছে রাজশাহী বিভাগ। এই সংগ্রহের ফলে প্রথম ইনিংসে সিলেটের চেয়ে ১৪৫ রানে পিছিয়ে জুনাইদ সিদ্দিকিরা।
বগুড়ার শহীদ শেখ চান্দু স্টেডিয়ামে ৪ উইকেটে ২৩৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে সিলেট। তবে, প্রথম দিনের তুলনায় এদিন একটু বেশিই অনুজ্জল দেখাচ্ছিল সিলেটকে। আগের দিনের সঙ্গে ২৯ রান যোগ করে ব্যক্তিগত ১৫৪ রানে ফেরেন ইমতিয়াজ হোসেন। আর রুমান ফেরেন ৮২ রানে।
দু’জনের ফিরে যাবার পর মিডল ও লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা ছিলেন শুধুই আসা যাবার পালায়। তবে, টেলএন্ডারদের মধ্যে এনামুল হক জুনিয়রের ২৯ রানের পর সবক’টি উইকেটের বিনিময়ে ৩২৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় সিলেট।
রাজশাহীর হয়ে বল হাতে সানজামুল ইসলাম ৪টি, শফিক আল জাবির, মইনুল ইসলাম ২টি এবং ফরহাদ রেজা ও নিহাদুজ্জামান নিয়েছেন একটি করে উইকেট।
জবাবে, নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৮ রানেই সাজঘরে ফেরেন জুনাইদ সিদ্দিকী। এরপর, ওপেনার নাজমুল হাসান শান্ত ও টপ অর্ডার ব্যাটসম্যান ফরহাদ হোসেনের ১৪৩ রানের জুটির পর ব্যক্তিগত ৬২ রানে অলোক কাপালির বলে বোল্ড হয়ে ক্রিজ ছাড়েন শান্ত। আর ব্যক্তিগত ১১ রানে এনামুল হক জুনিয়রের বলে রাতুল ফেরদৌসের হাতে ক্যাচ দিয়ে নিজের ইনিংসের সমাপ্তি টানেন, মোহাইমিনুল ইসলাম। তবে, দিন শেষে ৮০ রানে অপরাজিত আছেন ফরহাদ হোসেন।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘন্টা, ১১ অক্টোবর, ২০১৫
এইচএল/এমআর