ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে প্রথম দিন শেষে কলকাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল অনূর্ধ্ব-১৭ সাত উইকেট হারিয়ে তুলেছে ১৯৮ রান। তিনদিনের ম্যাচের প্রথম দিন ১০০ ওভার ব্যাট করে সফরকারীরা এ সংগ্রহ দাঁড় করায়।
বিকেএসপি’র ৪ নং মাঠে সফরকারীরা টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলে স্বাগতিকদের বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে।
ওপেনার দেব ঘোষ দলীয় ৫৪ রানের মাথায় ফিরে যান। আউট হওয়ার আগে তিনি করেন ২৪ রান। আরেক ওপেনার এসকে বিশ্বাসের ব্যাট থেকে আসে ৪২ রান। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে আঙ্কিত চক্রবর্তী করেন ৪০ রান।
সফরকারীদের মিডলঅর্ডারে নেমে আশ্বিন শর্মা এবং অর্নব ভট্টাচার্য সুবিধা করতে না পারলেও ছয় নম্বরে নামা দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান সার্নিক ব্যানার্জি করেন ৪৮ রান।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন ফয়সাল আহমেদ এবং নওশাদ ইকবাল। ফয়সাল ৫ ওভার বল করে দুই মেডেন নিয়ে মাত্র ৮ রান খরচ করেন। এছাড়া একটি করে উইকেট নেন মোহাম্মদ রনি এবং আমিনুল ইসলাম।
এর আগে বিসিবি অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে সফরকারী ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) অনূর্ধ্ব-১৭ দল প্রথম তিনদিনের ম্যাচটি ড্র করে। প্রথম ইনিংসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল ৮ উইকেট হারিয়ে তোলে ৪০০ রান। এরপর ইনিংস ঘোষণা করলে সিএবি সবক’টি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪৮ রান। ফলোঅনে পড়ে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে সিএবি দ্বিতীয় ইনিংস শেষ করে ১৫৮ রান তুলে। বাংলাদেশের থেকে ৯৪ রান পিছিয়ে থাকলেও তিন দিনের ম্যাচটি ড্র হয়।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ১১ অক্টোবর ২০১৫
এমআর