ঢাকা: মাশরাফি ভক্তদের জন্য সুখবর। ডেঙ্গুতে আক্রান্ত টাইগার অধিনায়কের জন্য দুশ্চিন্তার কিছু নেই কারণ, তার প্রাথমিক বিপদ কেটে গেছে।
রোববার (১১ অক্টোবর) দুপুর থেকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মাশরাফির সকল রিপোর্ট পর্যবেক্ষণ শেষে সন্ধ্যায় তিনি বাংলানিউজটোয়েন্টিফোর.কমকে এ বিষয়ে নিশ্চিত করেন।
মাশরাফির শরীরের বর্তমান অবস্থা অব্যাহত থাকলে আগামী ৫-৭ দিনের মধ্যেই তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলেও তিনি জানান।
গত বৃহস্পতিবার গভীর রাতে জ্বরে আক্রান্ত হয়ে অ্যপোলো হাসপাতালে ভর্তি হন টাইগার দলপতি। ওই দিন দুপুরে বিসিবি চিকিৎসক ডা: দেবাশিষ চৌধুরি তার সকল রিপোর্ট দেখে নিশ্চিত হন যে, মাশরাফি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
বাংলাদেশ সময় ১৯৩৫ ঘণ্টা, ১১ অক্টোবর, ২০১৫
এইচএল/এমআর