ঢাকা: ইংল্যান্ডে জয়ের জন্য দরকার ছিল ২৪ রান । হাতে ওভারও ছিল যথেষ্ট।
বলছিলাম শনিবার (১৭ অক্টোবর) আবুধাবিতে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচের অংশবিশেষ। তবে জয় না পাওয়ায় এক প্রকার হতাশা নিয়েই মাঠ ছাড়তে হলো অ্যালিস্টার কুক বাহিনীর।
নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৯৮ রানের টার্গেট পায় ইংল্যান্ড। ওভারও মোটামুটি হাতের নাগালে থাকায় শেষ সেশনে ব্যাটিংয়ে পরিবর্তন এনে মাঠে নামে ইংলিশরা। ওপেনিংয়ে মঈন আলির সঙ্গে নামেন উইকেটরক্ষক জস বাটলার। কিন্তু দ্রুত রান নিতে গিয়ে উইকেট হারাতে থাকে দলটি। তবে দুর্দান্ত ফর্মে থাকা রুট রানরেট ঠিক রেখে দারুণ ব্যাটিং করতে থাকেন। কিন্তু জয়ের কাছাকাছি গেলেও হাতশ হন এ ডানহাতি ব্যাটসম্যান।
এর আগে ৭৫ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। এক পর্যায়ে অবশ্য দুই অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খান ও মিসবাহ-উল-হক দায়িত্ব কাঁধে নেন। দু’জনে মিলে ৬৬ রানের জুটি গড়েন। কিন্তু ইউনিস ৪৫ ও অধিনায়ক মিসবাহ ৫১ রানে আউট হলে শুরু হয় নাটকীয়তা।
শেষ পর্যন্ত অন্য ব্যাটসম্যানদে দায়িত্বহীন ব্যাটিংয়ে ১৭৩ রানে শেষ হয় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরি হাকানো শোয়েব মালিক পরের ইনিংসে শূণ্য রানে আউট হন। ইংলিশ বোলারদের মধ্যে পাঁচ উইকেট নেন আদিল রশিদ। এটি তার অভিষেক টেস্ট।
চতুর্থ দিনে শেষে ৫৬৯ রানে আট উইকেট হারানো ইংল্যান্ড পঞ্চম দিনের শুরুতে আরো এক উইকেট হারিয়ে ২৯ রান যোগ করে। পরে নয় উইকেট হারিয়ে ৫৯৮ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে সফরকারী দলটি। প্রথম ইনিংসে ২৬৩ রানের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার ওঠে অ্যালিস্টার কুকের হাতে।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ১৭ অক্টোবর, ২০১৫
এমএমএস