চট্টগ্রাম থেকে: বাংলাদেশের মাটিতে অুনষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ ‘সি’র ম্যাচে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে মাঠে নামে ইংল্যান্ড ও ফিজি। আগে ব্যাট করে ফিজির বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৭১ রান সংগ্রহ করেছে ইংলিশ যুবারা।
ইংল্যান্ডের হয়ে শতক হাঁকান ওপেনার ডন লরেন্স ও তিন নম্বরে নামা জ্যাক বার্নহাম।
ওপেনিং জুটিতে সুবিধা আদায় করে নিতে পারেনি ইংলিশরা। দলীয় ২২ রানের মাথায় ওপেনার ম্যাক্স হোল্ডেন (৩) বিদায় নেন। লরেন্স আর বার্নহাম এরপর রানের চাকা ঘোরান। ৩০৩ রানের জুটি গড়েন তারা।
লরেন্স খেলেন ১৭৪ রানের ইনিংস। তার ১৫০ বলে সাজানো ইনিংসে ছিল ২৫টি চার আর একটি ছক্কা। বার্নহাম খেলেন ১৪৮ রানের ইনিংস। তার ১৩৭ বলের সাজানো ইনিংসে ছিল ১৯টি চার আর ৪টি ছক্কা।
২১ রানে অপরাজিত থাকেন কালাম টেইলর। ফিজির হয়ে একটি করে উইকেট নেন তিকোসুভা, জ্যাক কার্টারস আর জোসাইয়া।
বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, ২৭ জানুয়ারি ২০১৬
এমআর