ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টিম ইন্ডিয়ার দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
টিম ইন্ডিয়ার দল ঘোষণা ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের মাটিতে এশিয়া কাপ ও ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। মহেন্দ্র সিং ধোনিকে অধিনায়ক করে টিম ইন্ডিয়ার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।



দুটি মেগা ইভেন্টের দলে অনুমিতভাবেই জায়গা পেয়েছেন রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি। যুবরাজ সিংও জায়গা ধরে রেখেছেন। দলে রয়েছেন স্পিনার হরভজন সিং।

সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতার পর এবার বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে ভারত। তবে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে বিরাট কোহলিকে বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা। নিজেদের মাটিতে লঙ্কানদের বিপক্ষে আসন্ন সিরিজে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী বাঁহাতি স্পিনার পবন নেগি। তাকে এশিয়া কাপ আর টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও রাখা হয়েছে।

ইনজুরির কারণে অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মিস করা ভুবনেশ্বর কুমারকে দলে রাখা হয়নি। বাদ পড়েছেন পেসার উমেশ যাদব।

অজিদের বিপক্ষে স্কোয়াডে থাকলেও তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের কোনো ম্যাচেই খেলা হয়নি আজিঙ্কা রাহানের। এই স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। নতুন মুখ হিসেবে থাকছেন জাসপ্রিত বুমরাহ। আশিস নেহারার সঙ্গে স্কোয়াডে এসেছেন মোহাম্মদ শামি।

এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, হারদিক পান্ডে, রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, জাসপ্রিত বুমরাহ, আশিস নেহারা, পবন নেগি, মোহাম্মদ শামি।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ০৫ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।