ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরের নতুন দল হিসেবে নাম লিখিয়েছে গুজরাট লায়ন্স। আর এই দলটির বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন টাইগারদের বোলিং কোচ হিথ স্ট্রিক।
রাজকোট ফ্রাঞ্চাইজির এ দলটির অধিনায়ক নির্বাচন করা হয় ভারতের তারকা ব্যাটসম্যান সুরেশ রায়নাকে। আর দলটির কোচের দায়িত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ান সাবেক তারকা ক্রিকেটার ব্রাড হজ।
টাইগারদের পেস আক্রমণের ব্যাটারি চার্জ করা স্ট্রিকের অধীনে রয়েছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, আল আমিন হোসেনরা। তাদের নিয়ে সাজানো আক্রমণে দেশের মাটিতে ভারত, পাকিস্তান, জিম্বাবুয়ে আর দক্ষিণ আফ্রিকার মতো দেশকে সিরিজে হারায় টাইগাররা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে স্ট্রিকের চুক্তির মেয়াদ শেষ হবে এ বছরের জুনে। তার আগে টাইগার পেসারদের নিয়ে তিনি কাজ করবেন ৪৫০ দিন। বর্তমানে জাতীয় দল থেকে অবসর নেওয়া ক্রিকেটারদের নিয়ে শুরু হওয়া মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগে খেলছেন স্ট্রিক।
০৯ এপ্রিল থেকে আইপিএলের নবম আসর শুরু হবে। গুজরাট লায়ন্সের হয়ে রায়নার নেতৃত্বে মাঠ মাতাবেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম, ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো আর অজিদের অলরাউন্ডার জেমস ফকনার।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ০৯ ফেব্রুয়ারি ২০১৬
এমআর