ঢাকা: এশিয়া কাপে প্রথম জয়ের লক্ষ্যে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার (২৯ ফেব্রুয়ারি) আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড় সাতটায়।
এশিয়া কাপে এবারের আসরের শুরুটা প্রত্যাশিত করতে পারেনি পাকিস্তান। নিজেদের প্রথম মাচেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৫ উইকটে হেরে যায়।
এ কথা অনস্বীকার্য যে হার দিয়ে টুর্নামেন্টে শুরু হলে যে কোন দলই মানসিকভাবে কিছুটা ব্যাকফুটে চলে যায়। এমন বাস্তবতায় পাকিস্তানের অবস্থাও তাই। ধোনিদের কাছে হেরে মানসিকভাবে অনকটাই ব্যাকফুটে শহীদ আফ্রিদি বাহিনী। তবে আফ্রিদিরা তাদের ফিরে পেতে চাইছেন নিজেদের দ্বিতীয় ম্যাচটি দিয়েই, যেখানে তাদের প্রতিপক্ষ আরব আমিরাত।
রোববার (২৮ ফেব্রুয়ারি) ম্যাচ পূর্ব অনুশীলন শেষে দলটির অলরাউন্ডার শোয়েব মালিক তেমনই আভাষ দিলেন ‘আমরা আশা করছি আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটি ভীষণ উপভোগ্য হবে। ’
শুধু কী তাই? নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে করা ভুল গুলো এই ম্যাচেই নাকি শুধরে নিতে চাইছে টিম পাকিস্তান।
সন্দেহ নেই পাকিস্তানের বোলিং আক্রমণ সব সময়ই বিশ্বমানের। মোহাম্মদ আমির, ইরফান, সামি ও ওয়াহাব রিয়াজের মতো পেসাররা যে কোন দলের সাজানো ঘর মুহূর্তের মধ্যেই ভেঙে দিতে পারেন।
শুধু বোলিংই নয়, দলটির ব্যাটিং অর্ডারও বেশ দক্ষ। মো: হাফিজ. শারজিল খান, খুররাম মঞ্জুর, শোয়েব মালিক ও বুম বুম আফ্রিদির মত ব্যাটসম্যানেরা যে কোন দলের জন্যই আতঙ্কের কারণ হয়ে দাঁড়াতে পারেন। এমন সব বাস্তবতার নিরিখে আমিরাতের বিপক্ষে পাক শিবিরের জয় পাওয়াটা কঠিন হবেনা।
তার চাইতেও বড় বিষয় হল, এশিয়া কাপে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে আফ্রিদিদের আমিরাতের বিপক্ষে জয়ের কোন বিকল্প আছে বলেও মনে হচ্ছেনা।
এদিকে টানা দুই ম্যাচ হেরে এশিয়া কাপ থেকে এরই মধ্যে নিজেদের বিদায় ঘণ্টা বাজিয়েছে আরব আমিরাত। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪ ও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৫১ রানে হেরে যাওয়া আমিরাত নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানের হার এড়াতে পারে কী না সেটিই এখন দেখার বিষয়।
বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি, ২০১৬
এইচএল/এমএমএস