মিরপুর থেকে: এশিয়া কাপ দিয়ে টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের প্রথম অর্ধশতকের দেখা পেতে চেয়েছিলেন টাইগার ওপেনার সৌম্য সরকার। যেন তেন দল নয়, টি-টোযেন্টিতে সব সময় শক্তিশালী দল পাকিস্তানের বিপক্ষে।
বুধবার (২ মার্চ) নিজেদের অলিখিত ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই কথা বলেছে সৌম্যর ব্যাট। পাকিস্তানের বিশ্বসেরা বোলিং লাইনআপকে একেবারে তছনছ করে দিয়েছেন এই টাইগার ব্যাটসম্যান।
এর আগে টি টোয়েন্টির আন্তর্জাতিক অঙ্গনে ১০টি ম্যাচ খেলে কোন অর্ধশতকের দেখা পাননি সৌম্য। তাইতো এই ম্যাচে হয়তো পন করেই নেমেছিলেন যে পাকিস্তানেই হবে সেই দল যাদের বিপক্ষে তিনি তুলে নিবেন নিজের প্রথম অর্ধশতকটি। কিন্তু ১৪তম ওভারে আমিরের বলটি সৌম্য’র সেই স্বপ্ন ভঙ্গের কারণ হয়ে দাঁড়ায়।
তবে ইরফান, আমির , সামি ও আফ্রিদির মত দুনিয়া কাঁপানো বোলারদের কোন রকম তোয়াক্কানা করে ৫ চার, ১ ছয়ে ১০০ স্ট্রাইক রেটে ৪৮ বল খেলে ৪৮ রান করে জয়ের দিকেই ধাবিত করেছেন বাংলাদেশকে।
বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, ২ মার্চ ২০১৬
এইচএল/এসকে/এমএমএস