ঢাকা: হাটি-হাটি পা-পা করে কতো দূরেই না এগিয়েছে বাংলাদেশ। বর্তমানে ক্রিকেটের সব পরাশক্তি দলকেই হিসেবের মধ্যে আনতে হয় টাইগারদের।
বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে পা ১৯৭৯ সালে ইংল্যান্ডে আইসিসি ট্রফিতে। তবে একদিনের ম্যাচে টাইগারদের বিশ্ব ক্রিকেটে অভিষেক এশিয়া কাপ দিয়েই। তখন এশিয়া কাপে ৫০ ওভারের ম্যাচই হতো। সেটা ১৯৮৬ সালের ৩১ মার্চ এবং প্রথম ম্যাচটাই বাংলাদেশকে খেলতে হয়েছিল পাকিস্তানের বিপক্ষে। যাদের হারিয়ে এবার ফাইনালে পৌঁছে রয়েল বেঙ্গল টাইগার্সরা।
দশ নম্বর দেশ হিসেবে ২০০০ সালে প্রথম টেস্ট ক্রিকেট খেলার অনুমতি পায় বাংলাদেশ। সেটা হয়েছিল ঢাকায় ভারতের বিপক্ষে। আবার সেই ভারতের সামনে বাংলাদেশ। এবার এশিয়া কাপ ফাইনালে।
এত বছরে অনেক প্রতিবন্ধকতাকে কাটিয়ে উঠে এসেছে বাংলাদেশ। অতীতে যে সাফল্যের মুখ দেখেনি তা নয়। কিন্তু সেটা ধারাবাহিক ছিল না। একটি ম্যাচ জয় তো চারটিতে হার। কিন্তু এ বছর এশিয়া কাপের শুরু থেকেই নিজেদের প্রতি মুহূর্তে চিনিয়েছেন মাশরাফি, সাকিবরা।
একটা সময় পর্যন্ত বাংলাদেশের প্রিয় খেলা ছিল ফুটবল। কিন্তু একটু একটু করে বাংলাদেশ ক্রিকেটের উত্থানে মানুষ ক্রিকেটপ্রেমী হতে শুরু করে। ১৯৯০ থেকে বাংলাদেশ ক্রীড়াক্ষেত্রের দখল নেয় ক্রিকেটে। ১৯৯৭ সালে মালয়েশিয়ায় প্রথম আইসিসি ট্রফি জিতে ইংল্যান্ডে ১৯৯৯ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে নেয় বাংলাদেশ ক্রিকেট টিম।
এটা ছিল বাংলাদেশ ক্রিকেটের সব থেকে বড় সাফল্য। প্রথম বিশ্বকাপেই পাকিস্তানকে ৬২ রানে হারিয়ে চমক দিয়েছিল বাংলাদেশ। হারিয়েছিল স্কটল্যান্ডকেও। তখনও আইসিসির সম্পূর্ণ সদস্য হতে পারেনি তারা। তখন সহযোগি সদস্য হিসেবেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ। ২০০০ সালের ২৬ জুন বাংলাদেশকে সম্পূর্ণ সদস্যপদ দেয় আইসিসি।
এরপর খারাপ সময়ও কম যায়নি। পর পর সব থেকে বেশি টেস্ট ম্যাচ হারের রেকর্ড রয়েছে বাংলাদেশেরই। এর সঙ্গে বিশ্বকাপে ওই দুটো ম্যাচ জয়ের পর আবার বাংলাদেশ একদিনের ম্যাচে জয়ে ফেরে জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৪ সালে। সেই জিম্বাবুয়ের বিপক্ষেই ২০০৫ সালে প্রথম ওয়ানডে ও টেস্ট সিরিজ জয়।
৩১২টি একদিনের ম্যাচ খেলে ৯৮টি জিতেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি খেলেছে ৫৪টি।
র্যাঙ্কিংয়ের দিক থেকেও সেরা ফর্মে রয়েছে বাংলাদেশ। টেস্টে ৯, ওয়ানডে’তে ৭, টি-টোয়েন্টিতে এই মুহূর্তে রয়েছে ১০ নম্বর স্থানে। এশিয়া কাপ শেষে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে যে অনেকটাই উত্থান হবে সেটাও নিশ্চিত।
বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, ০৬ মার্চ, ২০১৬
এমএমএস