ঢাকা: এশিয়া কাপের ফাইনালে মিরপুরে ভারতের বিপক্ষে লড়াই শেষ বাংলাদেশ দলের। এবার তাদের মিশন টি-টোয়েন্টি বিশ্বকাপ।
জেট এয়ারওয়েজে ঢাকা থেকে দিল্লিতে যাবেন তারা। সেখান থেকে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ভাড়া করা বিমানে ধর্মশালা পৌঁছাবে টাইগারদের স্কোয়াড।
বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লজিস্টিকস ম্যানেজার কাউসার আজম সজিব।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলতে হলে বাছাইপর্বের বাধা পেরোতে হবে বাংলাদেশকে। ৯ মার্চ ধমশালায় বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ নেদারল্যান্ডস। কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য তাই বলতে গেলে মাত্র এক দিন সময় পাচ্ছে বাংলাদেশ। ১১ মার্চ আয়ারল্যান্ড ও ১৩ মার্চ ওমানে বিপক্ষে খেলবে বাংলাদেশ।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আটটি দল সরাসরি খেলবে মূলপর্বে। বাছাইপর্ব থেকে আসবে দুটি দল। ১০টি দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব শুরু হবে ১৫ মার্চ, ফাইনাল হবে ০৩ এপ্রিল।
বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, ০৭ মার্চ ২০১৬
এসকে/এমআর
** ভারত যাওয়ার আগে দেশবাসীর দোয়া চাইলেন মাশরাফি