ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারত যাওয়ার আগে দেশবাসীর দোয়া চাইলেন মাশরাফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২১ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
ভারত যাওয়ার আগে দেশবাসীর দোয়া চাইলেন মাশরাফি মাশরাফি বিন মর্তুজা

মিরপুর থেকে: এশিয়া কাপ শেষ। সামনে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বাংলাদেশ দলের সময় হাতে কেবল রোববারের (০৬ মার্চ) দিনগত রাতটাই। সোমবার (০৭ মার্চ) সকালেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশে ঢাকা ছাড়বে মাশরাফিরা।

ভারত রওয়ানা দেয়ার আগে তাই দেশবাসীর কাছে দোয়া চাইলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনাল হারের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের কালকে যেতে হচ্ছে, পরশু দিন আমাদের খেলা। আমি প্রত্যেকটা মানুষকে বলবো ধৈর্য রাখতে। ইনশাল্লাহ, ভালো সময় আসবে সামনে। আমরা অবশ্যই চেষ্টা করবো, ওখানে গিয়ে ভালো খেলার। এর আগেও আমাদের সঙ্গে সবার দোয়া ছিল। আশা করবো, আমাদের জন্য এখনো দোয়া করবেন সবাই।

সোমবার (০৭ মার্চ) সকালে ভারতের ফ্লাইট ধরবে বাংলাদেশ দল। জেট এয়ারওয়েজে ঢাকা থেকে দিল্লিতে যাবেন তারা। সেখান থেকে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ভাড়া করা বিমানে ধর্মশালা পৌঁছাবে টাইগার স্কোয়াড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলতে হলে বাছাইপর্বের বাধা পেরোতে হবে বাংলাদেশকে। ৯ মার্চ ধমশালায় বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ নেদারল্যান্ডস। কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য তাই বলতে গেলে মাত্র এক দিন সময় পাচ্ছে বাংলাদেশ দল। ১১ মার্চ আয়ারল্যান্ড ও ১৩ মার্চ ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আটটি দল সরাসরি খেলবে মূলপর্বে। বাছাইপর্ব থেকে আসবে দু’টি দল। ১০টি দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব শুরু হবে ১৫ মার্চ, ফাইনাল হবে ৩ এপ্রিল।

বাংলাদেশ সময়: ০২২২ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৬
এসকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।