ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাজে ফিল্ডিং আর সাকিবের বোলিংই দায়ী

মফিজুল সাদিক, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৮ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
বাজে ফিল্ডিং আর সাকিবের বোলিংই দায়ী ছবি: পিয়াস / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: মিরপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ-ভারতের ম্যাচটি শেষ হতে তখনো ১৩টি বল বাকি। কিন্তু পরাজয়ের ঘণ্টা যেন তখনই বেজে গেছে।

বেদনাকে সঙ্গীকে করে আগেভাগেই স্টেডিয়াম ছাড়তে শুরু করেছেন ভক্তরা। মাঠের কোন স্থানে হারিয়ে গেল শিরোপাটি, সে আক্ষেপের গল্প একা একা বলতে বলতেই যেন এগিয়ে চলেছে কাফেলা।

জয় হাতছাড়া হওয়ার জন্য সাকিবের দু’টি ওভার ও পুরো টিমের বাজে ফিল্ডিংকেই দায়ী করেছেন ভক্তরা।

আক্ষেপ করতে করতে মাঠ ছাড়ার সময় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)’র শিক্ষার্থী পলাশ মাহমুদ বললেন, সাকিবের দু’টি ওভার অনেক বাজে ছিল। শেষের দিকে বাজে ফিল্ডিং আর বাজে বোলিংয়ের কারণেই আমরা হেরে গেছি। তবে মাহমুদুল্লাহ কল্পনাতীত খেলেছে। আসল বাঘের বাচ্চার মতো খেলেছে রিয়াদ।

মিরপুর বাংলা কলেজের শিক্ষার্থী সবুজ। পুরো মুখাবয়বে বাঘের আল্পনা। সব কিছু ভেদ করে হতাশার ছাপ বেরিয়ে এসেছে চোখে মুখে। তিনি বললেন, আজ (রোববার) বোলিং-ফিল্ডিং আমাদের ডুবিয়েছে।

মিরপুর সাড়ে ১১ থেকে লাল-সবুজের পতাকা মুড়িয়ে স্টেডিয়ামে খেলা দেখতে এসেছেন মেহেদি হাসান ও পলি আক্তার দম্পতি। টাইগারদের হেরে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না তারা। মেহেদি বলেন, রাফ ওয়েদারে ওয়েল ব্যাটিং ছিল। কিন্তু শেষ পযর্ন্ত ধরে রাখতে পারিনি।

এবার তীরে এসে এশিয়া কাপের ফাইনালের তরী ডুবে গেল। টি-টোয়েন্টির এক নম্বর দল টিম ইন্ডিয়ার বিপক্ষে ৮ উইকেট হেরে গেলো স্বাগতিকরা। টাইগারদের করা ১২০ রানের জবাবে দুই উইকেট হারানো ভারত ৭ বল হাতে রেখেই জয় তুলে নিল।

বাংলাদেশ সময়: ০২৪২ ঘণ্টা, ০৭ মার্চ ২০১৬
এমআইএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।