ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফিরছেন বাট, আফ্রিদির দ্বিমত!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
ফিরছেন বাট, আফ্রিদির দ্বিমত! ছবি : সংগৃহীত

ঢাকা: এশিয়া কাপে পাকিস্তানের ব্যর্থতার পর আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল নিয়ে নতুন করে ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এরই ধারাবাহিকতায় দলের ব্যাটিংকে আরও উন্নত করতে পিসিবি ফেরাতে পারে পাঁচ বছর ক্রিকেটে নির্বাসিত থাকা সালমান বাটকে।

তবে এ ব্যাপারে দ্বিমত পোষন করেছেন দলের অধিনায়ক শহীদ আফ্রিদি।

পিসিবির এক সুত্র জানিয়েছেন, গত সেপ্টেম্বরে ক্রিকেটে ফেরা বাট টি-২০ বিশ্বকাপে দলে ফিরতে পারেন। তবে আফ্রিদি এ ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করেছেন। ‘গত রাতে প্রধান নির্বাচক হারুন রশিদের সঙ্গে লাহোরে বাট সাক্ষাত করেছে। আর এই পরিস্থিতিতে বোঝা যাচ্ছে বাটকে দলে নিতে নির্বাচকদের কোন সমস্যা নেই। তবে তার দলে ফেরাটা ভালো চোখে দেখছেন না আফ্রিদি। ’

সুত্রটি আরও বলেন, ‘দলের ওপেনার সমস্যায় ভুগছে পাকিস্তান। তাই ইতোমধ্যে অভিজ্ঞ আহমেদ শেহজাদকে ডাকা হয়েছে। আর বাটও এ তালিকায় যোগ দিতে যাচ্ছে। ’

এদিকে শোনা যাচ্ছে আফ্রিদিকে বোঝাতে লাহোরে তার সঙ্গে বসবেন পাক বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান স্বয়ং ও নাজাম শেঠি।

এর আগে ২০১০ সালে ইংল্যান্ডের লর্ডস টেস্টে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন পাকিস্তানের তিন ক্রিকেটার বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ। আমির সাজা কাটিয়ে বর্তমানে দলের হয়ে আবারও খেলছেন। তবে আমিরের প্রতি আফ্রিদির কোন ক্ষোভ না থাকলেও বাটকে সহজেই মেনে নিতে পারছেন না। কারণ সে সময় বাট ছিলেন দলের অধিনায়ক। আর তার নেতৃত্বেই কলঙ্কটি ঘটেছিল।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ০৭ মার্চ, ২০১৬
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।