ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অনিশ্চয়তা বেড়েই চলেছে ধর্মশালায়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
অনিশ্চয়তা বেড়েই চলেছে ধর্মশালায় ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের আজকের ম্যাচটি জিতলেই সুপার টেনে উঠা অনেকটাই নিশ্চিত হবে বাংলাদেশের। টাইগারদের প্রতিপক্ষ হিসেবে থাকছে আয়ারল্যান্ড।

তবে, শঙ্কা জেগেছে ম্যাচটি নিয়ে। ওমান আর নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বিকেল সাড়ে তিনটায়। তবে, বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। একই ভেন্যুতে বাংলাদেশের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা।

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার (১১ মার্চ) রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। অপরদিকে, ওমান টস জিতে ডাচদের বিপক্ষে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেও তা পরিত্যক্ত হয়। ফলে, ডাচদের এখান থেকেই বিদায় নিতে হলো। মাঠ এখনও ত্রিপল দিয়ে ঢাকা রয়েছে।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন ধর্মশালায় শতকরা ৮৩ ভাগ সম্ভাবনা রয়েছে বৃষ্টির।

গতকাল (বৃহস্পতিবার, ১০ মার্চ) রাত থেকেই ধর্মশালায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। শুক্রবার (১১ মার্চ) সকালে সেই বৃষ্টি থামলে দুপুরের দিকে সূর্য দেখা দেয়। দুপুরের পর আবারো বৃষ্টি নামে। ফলে, ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি  হয়েছে। স্থানীয় সংবাদকর্মীরাও জানাচ্ছেন ধর্মশালায় এভাবেই বৃষ্টির লুকোচুরি হয়ে থাকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। তবে, বাছাইপর্বের কোনো ম্যাচেই রিজার্ভ ডে নেই। ফলে, শঙ্কা সত্যি করে যদি বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে মাঠে না গড়ায় তাহলে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হবে দুই দলকে।

গতকাল থেকে ধর্মশালায় বৈরী আবহাওয়ার পাশাপাশি তাপমাত্রা নেমে আসে। ফলে, মুশফিক-মাশরাফি-সাকিব-তামিমরা যেখানে আছেন সেখানে প্রন্ড ঠান্ডা পড়েছে। রাতে ধর্মশালায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচে জয় তুলে নেয় টাইগাররা। ফলে, দুই পয়েন্ট নিয়ে এখনও গ্রুপপর্বের শীর্ষে রয়েছে মাশরাফি বিন মর্তুজার দল। ওমানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ড হেরে যাওয়ায় অনেকটা পিছিয়ে আইরিশরা। পয়েন্ট ভাগাভাগি হলেও আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডেসের থেকে এগিয়ে থাকবে লাল-সবুজরা। তবে, ওমান-নেদারল্যান্ডস ম্যাচটি পণ্ড হওয়ায়, আপাতত ওমানের পয়েন্ট টাইগারদের থেকে বেশি।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ১১ মার্চ ২০১৫
এমআর

** টাইগারদের ম্যাচ নিয়ে শঙ্কা
** আয়ারল্যান্ডের বিপক্ষে সতর্ক বাংলাদেশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।