ধর্মশালা থেকে: টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের অষ্টম ম্যাচটি আর কিছু পরেই শুরু হওয়ার কথা। টাইগারদের মোকাবেলা করবে আয়ারল্যান্ড।
শেষ খবর পাওয়া পর্যন্ত মাঠের পরিচর্যা চলছে।
সকাল থেকেই ধর্মশালায় বৃষ্টি অব্যাহত। ফলে পরিত্যাক্ত হয়ে গেছে নেদারল্যান্ডস ও ওমানের মধ্যকার দিনের প্রথম ম্যাচ। এদিকে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।
শুক্রবার (১১ মার্চ) সকাল থেকে যেভাবে বৃষ্টি পড়ছে তাতে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচও পরিত্যাক্ত হবার শঙ্কা জেগেছে ম্যাচ অফিশিয়াল থেকে গণমাধ্যম কর্মী সবার মধ্যেই। তবে, আশার কথা হলো ধর্মশালার এই মাঠে এখন আর বৃষ্টির তীব্রতা নেই তবে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হিমাচলের আকাশ থেকে ঝড়ে পড়ছে।
সঙ্গত কারণেই মাঠের পানি শুকাতে ব্যস্ত সময় পার করছেন গ্রাউন্ডস কর্মীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠের কর্মীদের সুপার শপার দিয়ে মাঠের পানি শুকাতে দেখা যায়।
এর ফলে বাংলাদশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দিনের দ্বিতীয় খেলা শুরু হবার সীমিত সম্ভাবনাও উঁকি দিয়েছে।
** বৃষ্টির চোখরাঙানিতে ম্যাচ বাতিলের আশঙ্কা
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ১১ মার্চ ২০১৬
এইচএল/এমআর