ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতীয় হাইকমিশনকে ৯ রানে হারালো বিএসপিএ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
ভারতীয় হাইকমিশনকে ৯ রানে হারালো বিএসপিএ ছবি: সংগৃহীত

ঢাকা: সাদমান সাকিবের অলরাউন্ড পারফর্মে ভারতীয় হাইকমিশনকে প্রীতি টি-টোয়েন্টি ম্যাচে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি (বিএসপিএ)। শুক্রবার (১১ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।



টস জিতে ব্যাটিংয়ে নামা বিএসপিএ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২০ রান তোলে। ১২১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে হারিয়ে ১১১ রান তোলে ভারতীয় হাই কমিশন।
 
টসে জিতে ব্যাট করতে নামা বিএসপিএকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার সাদমান সাকিব ও মুসাহ মুকুল। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৪৩ রান। সাদমান ২০ বলে ছ’টি বাউন্ডারির সাহায্যে ৩৩ রান করে সাজঘরে ফেরেন। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে ২৩ বলে ২৮ রানের সময়োপযোগী ইনিংস খেলেন সাফিউর রহমান।

ভারতীয় হাইকমিশনের হয়ে আশরাফ ও চিন্টু ৩টি করে উইকেট নেন।

ব্যাট হাতে জবাব দিতে নামা ভারতীয় হাইকমিশনের শুরুটা ভালো হয়নি। ৪০ রানে ৪ উইকেট হারানোর পর অবশ্য আশরাফকে নিয়ে তিনে খেলতে নামা কল্যাণ ৫৫ রানের জুটি গড়ে জয়ের সম্ভাবনা জাগান। কিন্তু লেগ স্পিনার সাদমানের অসাধারণ এক ডেলিভারিতে আশরাফ (২১) রোমেলের দুর্দান্ত ক্যাচে পরিণত হলে জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায় তাদের।

শেষ দিকে বল হাতে সাফিউর রহমান তুলে নেন ২ উইকেট। এর আগে সাদমান সাকিব একাই নেন তিন ‍উইকেট। ফলে নির্ধারিত ওভারে ১১১ রানের বেশি তুলতে পারেনি ভারতীয় হাইকমিশন। ৯ রানের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে বিএসপিএ।

ব্যাট হাতে ৩৩ রান এবং মাত্র ১৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন সাদমান সাকিব।

ম্যাচ শেষে ভারতীয় হাইকমিশনের রেলওয়ে উপদেষ্টা দেভেনজিত রায় ও দলীয় অধিনায়ক নারেন্দার কুমারের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন বিএসপিএ’র সভাপতি মোস্তফা মামুন। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বিএসপিএ’র সাবেক সভাপতি রকিবুল হাসান পুরস্কার ও প্রাইজমানি তুলে দেন ম্যাচসেরার হাতে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএসপিএ’র সাধারণ সম্পাদক রেজওয়ান উজ জামান রাজিব, সাবেক দুই সভাপতি আব্দুল তৌহিদ (আজীবন সদস্য) ও মোহাম্মদ হাসানউল্লাহ খান রানা প্রমূখ।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ১১ মার্চ ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।