ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বগুড়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
বগুড়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া সদর উপজেলার মালগ্রাম দক্ষিণপাড়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ মার্চ) বিকেলে টুর্নামেন্টের এ ফাইনাল খেলা হয়।

শর্টপিচ টুর্নামেন্টের আয়োজন করে স্থানীয় মায়ের দোয়া ক্লাব।

খেলায় তুফান বয়েজ ক্লাব ৩২রানে সুজন স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়্যান হওয়ার গৌরব অর্জন করে।

 দক্ষিণপাড়ায় একটি মাঠে অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাট করে ১০ ওভারে ৫ উইকেটে ১০৪ রান সংগ্রহ করে তুফান বয়েজ ক্লাব।

জবাবে ১০৫ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ৭ ওভারেই অলআউট হয়ে যায় সুজন স্পোটিং ক্লাব। তাদের সংগ্রহ ছিল ৭২ রান।

খেলা শেষে প্রধান অতিথি জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নুরুন্নবী সরকার বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকিউল আলম জনি, ছাত্রলীগ নেতা শামীম, প্রমুখ উপস্থিত ছিলেন।

এ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ গ্রহণ করে।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
এমবিএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।