ঢাকা: আবারও দলকে দারুণ এক সূচনা এনে দিলেন তামিম ইকবাল। টি-টোয়েন্টি বিশ্বকাপে পরপর দুই ম্যাচে অর্ধশতক তোলার সুযোগ সৃষ্টি করেও হলো না, কিন্তু তাতে কী! শুক্রবার (১১ মার্চ) ভারতের হিমাচলের ধর্মশালায় বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ম্যাচে ২৬ বলে ৪৭ রান করেছেন এই হার্ড-হিটার।
স্পিনার ডকরিলের বলে পোটারফিল্ডের হাতে ক্যাচ আউট হওয়ার আগে তামিমের ৪৭টি রান ছিল এক কথায় অসাধারণ। যাতে ৪টি ছয় এবং ৩টি চারের মার ছিল। স্ট্রাইক রেট ১৮০.৭৬। এ যেন দুরন্ত তামিম।
এর আগে, টি২০ বিশ্বকাপ ক্রিকেটে বাছাইপর্বে (প্রথম রাউন্ড) নেদারল্যান্ডসকে ৮ রানে হারায় টিম বাংলাদেশ। সে ম্যাচে প্রথমে ব্যাট করে টাইগাররা। যাতে ম্যাচ জয়ের ভিত গড়ে দেন এই তামিম ইকবালই। ইনিংস ওপেন করতে নেমে শেষ অব্দি ৫৮ বলে ৮৩ রান করে অপরাজিত থাকেন তিনি। সে ম্যাচে তার ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও ৩ ছক্কা। মূলত তামিমের এই একক বীরত্বেই নেদারল্যান্ডসের বিপক্ষে লড়াই করার মতো পুঁজি পায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ১৫৩ রান তোলে মাশরাফির দল। শুক্রবারও তামিম দলকে এনে দেন দারুণ শুরু।
বাংলাদেশ সময়: ২২৩৪ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
আইএ
** নতুন জার্সিতে টাইগাররা মাঠে