ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পরিত্যক্ত হলে মূল পর্বে টাইগাররা, হারলে বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
পরিত্যক্ত হলে মূল পর্বে টাইগাররা, হারলে বিদায় ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় সুপার টেনে কোন দল যাচ্ছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। তবে গ্রুপ-এ’র অন্য তিন দলের চেয়ে সম্ভাবনা উজ্জ্বল টাইগারদের।



শেষ ম্যাচে রোববার (১৩ মার্চ) রাতে মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ-ওমানের। তবে আবহাওয়া প্রতিবেদন বলছে, আগামী দু’দিনও বৃষ্টি হতে পারে ধর্মশালায়। সেদিন বৃষ্টির সম্ভাবনা ৮৩ শতাংশ।

ওই ম্যাচে বাংলাদেশ জিতলে সরাসরি উঠে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে। অন্যদিকে ওমান জিতলে পরের পর্বে চলে যাবে তারা। যদি বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয় তাহলে নেট রান রেটে এগিয়ে থাকায় পরের পর্ব নিশ্চিত হবে বাংলাদেশের। ওমানের রান রেট (+) ০.২৮৩, বাংলাদেশের রান রেট (+) ০.৪০০।

দুই ম্যাচ করে খে‍লা বাংলাদেশ ও ওমানের পয়েন্ট সমান ৩। রোববার বিকেলে রয়েছে আয়ারল্যান্ড-নেদারল্যান্ডসের ম্যাচও। আয়ারল্যান্ড বা নেদারল্যান্ডস জয় পেলে তাদেরও পয়েন্ট দাঁড়াবে ৩। তবে তাদের সুপার টেনে ওঠার কোনো সম্ভাবনাই আর নেই। কেননা বাংলাদেশ বা ওমানের যে দল শেষ ম্যাচে জয় পাবে তারা ৫ পয়েন্ট নিয়ে সরাসরি চলে যাবে পরের পর্বে। আর যদি বাংলাদেশ-ওমান ম্যাচ পরিত্যক্তও হয় তবে উভয় দলের পয়েন্ট হবে ৪। তাই আয়ারল্যান্ড-নেদারল্যান্ডস নিয়ম রক্ষার শেষ ম্যাচ খেলে বিদায় নেবে বাছাই পর্ব থেকেই।

এর আগে শুক্রবার (১১ মার্চ) রাতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে থাকতে ব্যাটিংয়ে নেমেও বৃষ্টির কারণে খেলা শেষ করতে পারেনি টাইগাররা। ফলে, ম্যাচ পরিত্যক্ত হয়। তাতে বাংলাদেশের পয়েন্টে ভাগ বসায় আইরিশরা। বৃষ্টির আগে ৮ ওভার শেষে তামিমের ঝড়ো ব্যাটিংয়ে ২ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। কিন্তু বৃষ্টি হানায় ম্যাচে আর বল না গড়ালে পরিত্যক্ত হয় ম্যাচটি।

বাংলাদেশ সময়: ০০১৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬/আপডেট: ১১১৮ ঘণ্টা
এসকে/আইএ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।