ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টেস্ট-ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও শীর্ষে তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
টেস্ট-ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও শীর্ষে তামিম ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের হয়ে ক্রিকেটের তিন ফরমেটেই শীর্ষে এখন তামিম ইকবাল। হাবিবুল বাশারকে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক আগেই হয়েছিলেন তিনি।

পরে সাকিব আল হাসানকে টপকে ওয়ানডেতেও শীর্ষ উঠে আসেন এই হার্ড-হিটার। শুক্রবার (১১ মার্চ) সেই সাকিবকে ছাড়িয়েই টি-টোয়েন্টিতেও শীর্ষে জায়গা করে নিলেন ‘দুরন্ত ব্যাটসম্যান’ তামিম।

এদিন ভারতের হিমাচলের ধর্মশালায় আয়ারল্যান্ডের বিপক্ষে ২৬ বলে ৪৭ রান করে সাকিবকে পেছনে ফেলেন তামিম ইকবাল। ৯৪২ রান নিয়ে ব্যাট করতে নেমেছিলেন তিনি। সাকিব ছুঁতে লাগতো ৩৭ রান (টি২০’তে সাকিবের রান ৯৭৯)। ৪৭ করে আউট হওয়ার আগে মনে হচ্ছিল বাংলাদেশের হয়ে টি২০’তে প্রথম হাজার রানের মালিক আজই বুঝি হয়ে যাচ্ছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তা হলো না। সে জন্য তাকিয়ে থাকতে হচ্ছে ওমানের বিপক্ষে ম্যাচে।

টেস্টে তামিমের রান সংগ্রহ ৩ হাজার ১শ’ ১৮। ওয়ানডেতে ৪ হাজার ৭শ’ ১৩ এবং এখন টি-টোয়েন্টিতে ৯শ’ ৮৯। তামিম ইকবাল বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিকই শুধু নন, তিন ধরনের ক্রিকেটে সর্বোচ্চ ইনিংসও এই বাঁ হাতির।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
আইএ

** দুরন্ত তামিম...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।