ঢাকা: পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারের মতে, ভারতের পেসাররা জানেন না কি করে পুরোনো বল ব্যবহার করতে হয়ে। এক সাক্ষাৎকারে গতিদানব শোয়েব এমনটি জানান।
চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচ মানেই মাঠে ও মাঠের বাইরের লড়াই। সেই লড়াইয়ে যোগ দেন দুই দেশের সাবেক ক্রিকেটাররা। তবে, দুই দেশের সাবেকরা সব সময়ই ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে আগ্রহী। ব্যতিক্রমী নন শোয়েব আখতারও।
বাংলাদেশের মাটিতে এশিয়া কাপের আসরে সবশেষ ভারত-পাকিস্তান মুখোমুখি হয়। এ প্রসঙ্গে শোয়েব বলেন, এশিয়া কাপের মতো আসরে দুই দলের মুখোমুখি হওয়ার দৃশ্যটি খুবই চমৎকার ছিল। আমরা সব সময়ই চেয়েছি ভারতের বিপক্ষে বেশি বেশি ম্যাচ খেলতে। তবে, বর্তমান জেনারেশন দেশ দুটির ম্যাচ খুব একটা দেখার সুযোগ পায়না।
ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে সুপার টেনে ভারতের বিপক্ষে আবারো লড়বে পাকিস্তান। এক্ষেত্রে পাকিস্তানের বোলারদের এগিয়ে রাখা শোয়েব জানান, ভারতের রবিচন্দ্রন অশ্বিন গ্রেট বোলার। একজন স্পিনার হিসেবে সে বুদ্ধিমান। অশ্বিন অন্যসব বোলারদের থেকে অনেকটাই এগিয়ে। যেকোনো মুহূর্তে সে ভয়াবহ রূপ নিতে সক্ষম। রবীন্দ্র জাদেজাও বেশ ভালো করছে।
তবে, ভারতের পেসারদের কিছুটা পিছিয়ে রেখে শোয়েব বলেন, জাসপ্রিত বুমরা অল্প সময়ে নিজের উন্নতি দেখিয়েছে। বাকি পেসাররা ইনজুরির সাথে লড়ছে। মোহাম্মদ সামি, বরুন অ্যারন, ইশান্ত শর্মাদের মতো বোলাররা ইনজুরির সঙ্গে ধুঁকছে।
কিন্তু, কি কারণে ভারতীয় পেসাররা এগিয়ে আসতে পারছেন না-এমন প্রশ্নে শোয়েব যোগ করেন, তাদের সমস্যাটি খুবই সাধারণ। ভারতীয় পেসাররা জানেন না কি করে পুরোনো বলে বল করতে হয়। দীর্ঘ সময় ধরে তারা এই সমস্যা থেকে কামব্যাক করতে পারছে না। ক্রিকেটের নতুন সব নিয়মের মধ্যে তাদের পেসাররা নিজেদের মেলে ধরতে পারছেনা। আর আপনি যখন পুরোনো বলে কি করে পেস আক্রমণ করতে হয় শিখতে পারবেন না, তখন অন্য বোলারদের থেকে অনেকটাই পিছিয়ে থাকবেন।
শোয়েব আরও যোগ করেন, আমি দেখেছি ভারতের পেসার জহির খান নতুন ও পুরোনো বলে দারুণ সব স্পেল করতে সক্ষম ছিল। সে বল করাটা উপভোগ করতো। সে যতদিন ভারতের দলে খেলেছে ততদিন তাদের একটা ব্যালান্ড একটি দল ছিল। তবে, আশার কথা হলো আশিষ নেহারা আবারো জাতীয় দলে ফিরেছে। কিন্তু, তাতেই সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে কি?
ভারতীয় পেসারদের কমপক্ষে ছয় সপ্তাহ পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম কিংবা ওয়াকার ইউনুসের সঙ্গে কাটানো উচিৎ বলে মনে করেন শোয়েব আখতার। তাতে, আন্তর্জাতিক স্টেজে নতুন বলে আর পুরোনো বলে কি করে বোলিং করতে হয়, ভারতীয় পেসাররা সেটি রপ্ত করতে পারবে বলে মনে করেন রাওয়ালপ্রিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আখতার।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ১২ মার্চ ২০১৬
এমআর