ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেটের সব তথ্য দিবে ‘ইউসি ক্রিকেট’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
ক্রিকেটের সব তথ্য দিবে ‘ইউসি ক্রিকেট’

ঢাকা: ‘ইউসি ক্রিকেট’ ফিচারের মাধ্যমে ক্রিকেট অনুরাগীদের খেলার সব ধরনের তথ্য সরবরাহের লক্ষ্যে মাইক্রোসফট বিং ও টুইটারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে শীর্ষস্থানীয় মোবাইল ব্রাউজার ইউসি।

চীনের ই-কমার্স জায়ান্ট আলীবাবা মোবাইল বিজনেস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইউসি ব্রাউজারের একটি বিশেষ ফিচার ‘ইউসি ক্রিকেট’।



এ ফিচারের মাধ্যমে গ্রাহকরা ক্রিকেটের সর্বশেষ তথ্য, সংবাদ, ভিডিও, টুইট বার্তা, ছবি, পরিসংখ্যান, প্রিভিউ, ধারাবিবরণীসহ সব ধরনের তথ্য পাবেন।

নতুন ইউসি ক্রিকেট
বাংলাদেশের অনেক গ্রাহকই ইউসি ব্রাউজার, টুইটার ও বিং ব্যবহার করেন। সে লক্ষ্যে ডিজিটাল ক্রিকেটকে নতুন করে সাজানো হচ্ছে। চুক্তির আওতায় ইউসি ক্রিকেটের মাধ্যমে গ্রাহকদের ক্রিকেট সম্পর্কিত লাইভ, পাবলিক ও কনভারসেশনাল কন্টেন্ট প্রদান করবে টুইটার। এর মধ্যে থাকবে ক্রিকেটারদের টুইটসহ ভিডিও, পেরিস্কোপ, ক্রিকেট ভাইন ও ছবি।

ক্রিকেটের মুহূর্তগুলোকে আরো উপভোগ্য করতে এ আয়োজন গ্রহণ করেছে ইউসি ব্রাউজার ও টুইটার। অন্যদিকে আসন্ন খেলা সম্পর্কে বিং প্রিডিক্টস’র মাধ্যমে সম্ভাব্য ধারণা দিবে মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে শুধু বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য একটি নতুন ইউসি ক্রিকেট চালু করেছে ইউসি ব্রাউজার। লাইভ স্কোর, বাংলাদেশের জনপ্রিয় খেলাগুলোর নিউজ হেডলাইন ও ক্রিকেট গেজিং গেমসহ স্থানীয় ক্রিকেট কনন্টের মাধ্যমে বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য নতুন এ ভার্সনটি সাজানো হয়েছে।

ইউসি ওয়েব ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজিং ডিরেক্টর কেনি ইয়ে বলেন, ইউসি ব্রাউজার একটি সমন্বিত তথ্য সংরক্ষণ ও বিতরণ প্লাটফর্ম। মোবাইল ব্রাউজারটি ব্যবহার করে এখন থেকে গ্রাহকরা ক্রিকেট সম্পর্কিত সংবাদ, কন্টেন্ট উপভোগ করতে পারবেন। এ চুক্তি টুইটার ও বিং এর ব্যবহারকারীদের ইউসি ব্রাউজারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ডিজিটাল ক্রিকেটকে আরও ঢেলে সাজাতে সাহায্য করবে ।

সামনের ক্রিকেট মৌসুম উপলক্ষে সব ক্রিকেটপ্রেমীদের জন্য চমকপ্রদ সব তথ্য দিবে।

টুইটারের দক্ষিণ এশিয়া অঞ্চলের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট রাভিচন্দ্রন ভাসকারান বলেন, ক্রিকেট খেলার সর্বশেষ তথ্যের সঙ্গে থাকা ও খেলার উত্তেজনা অন্যদের সঙ্গে মুহূর্তের মধ্যে ভাগাভাগি করার অন্যতম জনপ্রিয় সামাজিক মাধ্যম হলো টুইটার। গত বছর বিশ্বকাপ ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচে একদিনে প্রায় ১ দশমিক ৭ মিলিয়ন টুইট বার্তা আদান-প্রদান হয়। ইউসি ওয়েবের সঙ্গে এ চুক্তির ফলে গ্রাহকদের কাছে সহজেই দর্শক-শ্রোতা, খেলোয়াড় ও ধারভাষ্যকারদের বাছাইকৃত টুইটগুলো পৌঁছে যাবে আরও ব্যাপক পরিসরে।

বিং সার্চ এর জেনারেল ম্যানেজার (জিএম) সুনদার শ্রীনিভাসান বলেন, ইউসি ব্রাউজারের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। নতুন এ অ্যাপ ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের ক্রিকেট উপভোগে এক নতুন মাত্রা যোগ হবে। ক্রিকেট খেলা বিষয়ে গ্রাহকদের মতামত ও পরিসংখ্যান প্রদান করবে বিং। ক্রিকেট দর্শকরা একটি খেলায় কোন দল জয়লাভ করতে পারে তা নিয়ে বিং’য়ের ভবিষ্যবাণী দেখতে পাবেন। গত বছর আইসিসি বিশ্বকাপ ম্যাচগুলোতে খেলা নিয়ে বিং’য়ের ৮৩ শতাংশ ভবিষ্যৎবাণী সঠিক হয়েছিল। ইউসি ব্রাউজারের সঙ্গে এ চুক্তির ফলে আরো অনেক নতুন গ্রাহক ক্রিকেট নিয়ে বিং’য়ের বিশ্লেষণধর্মী সেবাটি উপভোগ করতে পারবেন।

ইউসি ব্রাউজারের সর্বশেষ সংস্ককরণ ডাউনলোড করা যাবে ucweb.com অথবা google play স্টোর থেকে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ১২ মার্চ ২০১৬
এমআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।