ঢাকা: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভারতের মাটিতে পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দল। শনিবার (১২ মার্চ) সন্ধ্যায় লাহোর থেকে আবুধাবি হয়ে কলকাতা বিমানবন্দরে নামেন শহিদ আফ্রিদির দল।
১৫ জন ক্রিকেটার, কোচিং স্টাফ ও দলের অন্যান্য সদস্য মিলে ২৭ সদস্যের দল পা রেখেছে ভারতে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পাকিস্তান ক্রিকেট দল ভারত আসবে কিনা এ নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছিল টানাপোড়েন। গতকাল শুক্রবার (১১ মার্চ) লিখিতভাবে নিশ্ছিদ্র নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। টি-২০ বিশ্বকাপ চলাকালীন ভারতে পাকিস্তানের পুরুষ ও নারী ক্রিকেট দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বলে উল্লেখ করা হয়। লিখিতভাবেই পাকিস্তানকে নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করে ভারত।
বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ ১৬ মার্চ। প্রথম ম্যাচে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ১২ মার্চ ২০১৬
এসকে/এমআর
** অবশেষে ভারতের মাটিতে পা রাখছে পাকিস্তান