ধর্মশালা থেকে: গত দু’দিনের টানা বর্ষণের পর রোদ উঠেছে হিমাচলের ধর্মশালায়। ধর্মশালার আকাশ এখন অনেকটাই মেঘ মুক্ত।
গত ১১ মার্চ অবিরাম বৃষ্টিতে ধর্মশালায় পরিত্যক্ত হয় নেদারল্যান্ডস-ওমান ও বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার খেলা।
রোববার (১৩ মার্চ) সকালে ধর্মশালার আকাশে হেসে উঠেছেন সূর্য দেবতা। তবে সূর্য দেবতা হাসলেও মেঘের দৌরাত্ম একেবারে শেষ হয়ে যায়নি। ধর্মশালার আকাশে বিভিন্ন কোণে ছড়িয়ে ছিটিয়ে আছে মেঘ। যেকোনো সময় জমাট বদ্ধ হয়ে আবার শুরু হতে পারে বৃষ্টি। আর তাই যদি হয়, তাহলে দ্বিতীয় ম্যাচের ধারাবাহিকতায় পণ্ড হতে পারে বাংলাদেশের তৃতীয় ম্যাচটিও।
তবে, বৃষ্টি না নামলেও হোটেলের ঠিক পাশের পাহাড়ের বরফপাতে এখানকার আবহাওয়া এখন ৭ ডিগ্রীতে নেমে এসেছে। ফলে কনকনে ঠান্ডায় হাত পা অবশ হয়ে আসার মতো অবস্থার সৃষ্টি হয়েছে।
স্থানীয় আবহাওয়া সূত্র মতে, পাহাড়ে বরফপাত হলেই বৃষ্টির সম্ভাবনা থাকে শতভাগ। তাই এখন রৌদ্যজ্জ্বল আবহাওয়া থাকলেও দিনের শেষ ভাগে তারা বৃষ্টির আশঙ্কা করছেন। তবে শেষ পর্যন্ত কী হয় সেটা দেখতে এখনও তাকিয়ে থাকতে হচ্ছে হিমাচলের এই চঞ্চলমতি আবহাওয়ার দিকে।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ১৩ মার্চ ২০১৬
এইচএল/এমআর