ধর্মশালা থেকে: ধর্মশালায় আবার শুরু হয়েছে বৃষ্টি। দিনের দ্বিতীয় ভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হওয়ায় আপাতত বন্ধ আছে বিশ্বকাপ বাছাইপর্বে নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের মধ্যকার খেলা।
রোববার (১৩ মার্চ) স্থানীয় সময় বিকেল ৩টায় ধর্মশালায় শুরু হয় টানা তৃতীয় দিনের বৃষ্টি।
এর আগে দিনের শুরুতে রোদের দেখা পাওয়ায় ম্যাচ মাঠে গড়ানো নিয়ে সংশয় না থাকলেও প্রথম ম্যাচ শুরুর আধঘণ্টা আগে বৃষ্টি হানা দেয়। ফলে, দিনের প্রথম এখন ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে যথেষ্টই সংশয় আছে।
আপাতত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়লেও সন্ধ্যার দিকে তা ভারী হবার আশঙ্কা করছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর। তাতে ওমানের সাথে পয়েন্ট ভাগাভাগি করে সুপার টেনে উঠে যাবে বাংলাদেশ।
উল্লেখ্য, বিশ্বকাপ বাছাইয়ের ‘এ’ গ্রপের দুই ম্যাচে বাংলাদেশ ও ওমানের পয়েন্ট তিন। তবে নেট রানরেটে ওমানের চেয়ে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ১৩ মার্চ ২০১৬
এইচএল/এমআর