ধর্মশালা থেকে: অবশেষে কৃপা করলেন বৃষ্টি রাণী। আর তারই অসীম কৃপায় টানা দু’দিনের বৃষ্টির পর ধর্মশালার মাঠে গড়ায় নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ বাছইয়ের শেষ ম্যাচটি।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের প্রেক্ষাপটে কাগজে কলমে ম্যাচটি একেবারেই গুরুত্ব বহন না করলেও অবশেষে ম্যাচটি মাঠে গড়িয়েছে এটাই বিবেচ্য বিষয়। তবে, বৃষ্টি বাধায় নির্ধারিত সময় ম্যাচটি শুরু না হওয়ায় শেষ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে ‘সিক্স এ সাইড’ আদলের ম্যাচ।
রোববার (১৩ মার্চ) সকালে দু’দিনের টানা বর্ষণের পর ধর্মশালায় হেসে উঠে রোদ। কিন্তু সেই রোদ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ফলে বিকেল ৩টায় আবার শুরু হয় বৃষ্টি।
আর এই বৃষ্টির ফলে নির্ধারিত সময়ের চেয়ে প্রায় দেড় ঘণ্টা পরে সিক্স এ সাইডের এই ম্যাচটি শুরু হয়। তবে, আকাশে মেঘ যেভাবে ঘোরাঘুরি করছে তাতে যে কোন সময় আবার শুরু হতে পারে ভারী বর্ষণ।
আর সেটা যদি হয়, তাহলে পরিত্যক্ত হয়ে যেতে পারে বাংলাদেশ ও ওমানের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটিও।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ১৩ মার্চ ২০১৬
এইচএল/এমআর