ঢাকা: একে তো নিয়মরক্ষার ম্যাচ, তার ওপর প্রবল বৃষ্টি! শেষ পর্যন্ত ধর্মশালায় ছয় ওভারে গড়ায় আয়ারল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচ। টি-২০ বিশ্বকাপ থেকে দুই দলের বিদায়টা আগেই নিশ্চিত হয়।
রোববারের (১৩ মার্চ) ম্যাচটিতে টস জিতে ফিল্ডিংয়ে নামে আয়ারল্যান্ড। নির্ধারিত ছয় ওভারে ৬০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেয় নেদারল্যান্ডস।
ম্যাচ শেষে ১২ রানের হতাশায় ডোবে আইরিশরা। সাত উইকেটে তারা ৪৬ রান করতে সমর্থ হয়। দলের হয়ে সর্বোচ্চ ১৫ রান করেন ওপেনার পল স্টার্লিং। আর কেউই দুই অঙ্কের রান ছুঁতে পারেননি।
ডাচদের হয়ে একাই চারটি উইকেট লাভ করেন পল ভ্যান মিকারেন। রোলফ ফন ডার মারউই দু’টি ও বাকি উইকেটটি নেন টিম ফন ডার গাগতেন।
এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে পাঁচ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৫৯ রান তোলে আইরিশরা। ওপেনার স্টিফেন মাইবার্গ ২৭ ও দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান আসে পিটার বোরেনের ব্যাট থেকে। দুর্ভাগ্যক্রমে, দু’জনই রান আউটের ফাঁদে পড়েন।
আইরিশ বোলারদের মধ্যে তিনটি উইকেটই তুলে নেন বাঁহাতি স্পিনার জর্জ ডকট্রেল।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
আরএম