ঢাকা: ওমানকে উড়িয়ে দিয়েই সুপার টেনে পা রাখল বাংলাদেশ দল। এবার মাশরাফিদের সামনে মূলপর্বের মিশন।
প্রথম রাউন্ডে গ্রুপ ‘এ’র কঠিন সমীকরণের ম্যাচে ব্যাট হাতে ওমানের বোলারদের ওপর দিয়ে রীতিমতো ‘স্টিম রোলার’ চালান তামিম ইকবাল (৬৩ বলে ১০৩)। তুলে নেন ক্যারিয়ারের ও বাংলাদেশের হয়ে প্রথম টি-টোয়েন্টি শতক। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৫টি ছক্কার মার।
একইসঙ্গে প্রথম বাংলাদেশি হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটে এক হাজারি রানের ক্লাবে নাম লেখান তামিম। ওমান ম্যাচ হারে ৫৪ রানের ব্যবধানে (ডিএল মেথড)।
গত ৯ মার্চ প্রথম রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৮ রানে হারায় বাংলাদেশ।
স্কোরকার্ড ছিল এরকম: বাংলাদেশ-১৫৩/৭, নেদারল্যান্ডস-১৪৫/৭। আয়ারল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচটি (১১ মার্চ) বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
সুপার টেন এর গ্রুপ-২ এ স্বাগতিক ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
পাঠকদের উদ্দেশ্যে বিস্তারিত সূচি তুলে ধরা হলো:
১৬ মার্চ: বাংলাদেশ-পাকিস্তান (বিকেল সাড়ে ৩টা); ভেন্যু- ইডেন গার্ডেনস, কলকাতা।
২১ মার্চ: বাংলাদেশ-অস্ট্রেলিয়া (রাত ৮টা); ভেন্যু- এম চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু।
২৩ মার্চ: বাংলাদেশ-ভারত (রাত ৮টা); ভেন্যু- এম চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু।
২৬ মার্চ: বাংলাদেশ-নিউজিল্যান্ড (বিকেল সাড়ে ৩টা); ভেন্যু- ইডেন গার্ডেনস, কলকাতা।
বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
আরএম