ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চাপমুক্ত বাংলাদেশ

মহিবুর রহমান, সিনিয়র করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
চাপমুক্ত বাংলাদেশ ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধর্মশালা থেকে: ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপের বাছাই পর্বে শেষ ম্যাচে ওমানকে ৫৪ রানে হারিয়ে বিশ্বকাপের শেষ দশে এখন বাংলাদেশ। আর মূল পর্বে উঠে যাওয়ায় এখন তাই টিম বাংলাদেশ অনেকটাই চাপ মুক্ত বলে মনে করেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা।



রোববার (১৩ মার্চ) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে এমনটিই জানালেন ম্যাশ। এসময় তিনি আরও বলেন, বাছাইপর্বের খেলায় উইকেট ও আবহাওয়া নিজেদের অনুকূলে না থাকায় অনেকটাই চাপে ছিলাম। শেষ দশ ‍নিশ্চিত করতে পেরেছি, এখন স্বস্তি।

বাছাইপর্ব শেষ। এবার টাইগারদের সামনে দ্বিতীয় রাউন্ডের চ্যালেঞ্জ। এ রাউন্ডে ১৬ মার্চ ইডেন গার্ডেনে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।

সন্দেহ নেই টি-টোয়েন্টি ফর্মেটে পাকিস্তান সব সময়ই শক্তিশালী দল। তারপরেও মাশরাফি মনে করেন, টিম বাংলাদেশ বর্তমানে যে ফর্মে আছে, তাতে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে জয় পাওয়া কঠিন হবে না।

আর পাকিস্তানকে হারাতে পারলে পরের ম্যাচগুলোতে জয় পাওয়া আরো সহজ হবে বলে মনে করছেন মাশরাফি। সঙ্গত কারণেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন লাল-সবুজের দলপতি।

এদিকে, তামিম ইকবালের বিধ্বংসী ব্যাটিং আর সাকিব আল হাসানের খুনে বোলিংয়ে ওমানের বিপক্ষে জয় পেয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ দশে উঠে গেছে বাংলাদেশ। ওমানের বিপক্ষে ব্যাট করতে নেমে রোববার তামিম ৬৩ বলে ১০৩ রানের একটি চোখ ধাঁধাঁনো ইনিংস খেলেন। আর ৩ ওভারে ১৫ রান দিয়ে সাকিব আল হাসান তুলে নেন মূল্যবান চারটি উইকেট।

সংবাদ সম্মেলনে তাই দু’জনের প্রশংসাই মাশরাফির কণ্ঠে। তিনি বলেন, তামিম অসাধারণ একটি ইনিংস খেলেছে। আর সাকিব সবসময়ই বড় আসরের পারফর্মার। তাই ওর প্রত্যাশা সবসময়ই বেশি থাকে। দু’একটি ম্যাচ খারাপ খেললে ওর মন খারাপ হওয়াটা স্বাভাবিক। তবে আজকের ম্যাচ দিয়ে আমার মনে হয় ও নিজেকে কিছুটা হলেও ফিরে পেয়েছে।

এদিকে, বাংলাদেশের হয়ে প্রথম টি-টোয়েন্টি শতক হাঁকানো তামিম বেশ উদ্বেলিত। সংবাদ সম্মেলনে এসে তাই নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, সত্যিই আমি জানতাম না যে, আজ আমি সেঞ্চুরি  করবো। তবে আমার রান যখন ৮৪, তখন ছয় মেরে ৯০ করার পর আমি নিশ্চিত হই যে, আজ আমার সেঞ্চুরি হবে।

তবে, নিজের প্রথম সেঞ্চুরির পেছনে ভাল শট ও টাইমিংকে কৃতিত্ব দিলেন এই টাইগার হার্ড হিটার।

কোচ’কে দেয়া কথা রাখতে পেরেও যথেষ্ট স্বতঃস্ফূর্ত তামিম। এ প্রসঙ্গে তিনি বলেন, একদিন কোচ আমাদের জিজ্ঞেস করেছিলেন, কে টি-টোয়েন্টিতে আগে সেঞ্চুরি করবে? আমি বলেছিলাম, আমি। সেটা হয়েছে। কোচ নিশ্চয়ই খুশি।

নিজের ফর্ম আর সতীর্থদের বর্তমান ফর্ম নিয়ে দ্বিতীয় রাউন্ডের খেলায় কতটুকু ভালো করা সম্ভব- এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, আমাদের বর্তমান ফর্মের ধারাবাহিকতা মুলপর্বে অব্যাহত থাকলে ভালো কিছুই হবে। যেহেতু এটা টি-টোয়েন্টি, যেখানে দু’এক ওভারেই ম্যাচের ভাগ্য ঘুরে যায়, তাই ভালো কিছুর প্রত্যাশাই করছি।

শুধু শতকই নয়, এই ম্যাচ দিয়ে তামিম প্রবেশ করেছেন টি-টোয়েন্টিতে ১ হাজার রানের ক্লাবে। নিজের অনুভুতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, গর্ব অনুভব করছি। তবে আরও এক ম্যাচ আগে হলে ভালো হত।



বাংলাদেশ সময়: ০২৫৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।