ঢাকা: ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে নামার আগে বেশ ভালো সংবাদই বয়ে এনেছেন টাইগারদের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল, সাব্বির রহমান। সবশেষ প্রকাশিত আইসিসির র্যাংকিংয়ে এ দুই টাইগার নিজেদের আরও উপরে তুলে এনেছেন।
সাব্বির-তামিম এগুলেও, টাইগারদের অন্যতম ব্যাটসম্যান সাকিব আল হাসান কিছুটা পিছিয়ে পড়েছেন।
সবশেষ প্রকাশিত র্যাংকিংয়ে ব্যাটসম্যান ক্যাটাগরিতে ৮৪১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। দুইয়ে রয়েছেন ভারতের বিরাট কোহলি। আর তিনে আছেন ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলস।
চার থেকে দশ পর্যন্ত তালিকায় রয়েছেন যথাক্রমে দ. আফ্রিকার ফাফ ডু প্লেসিস, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ, জিম্বাবুয়ের হ্যামিলটন মাসাকাদজা এবং অজিদের ডেভিড ওয়ার্নার।
বাংলাদেশের হয়ে ব্যাটসম্যান তালিকায় শীর্ষে সাব্বির রহমান। ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে টাইগারদের ডানহাতি এ ব্যাটসম্যান রয়েছেন তালিকায় ১৮ নম্বরে। ওমানের বিপক্ষে ৪৪ রানের অনবদ্য ইনিংস খেলে সাব্বির নিজেকে দুইধাপ এগিয়ে এনেছেন।
সাব্বিরের পর টাইগারদের হয়ে ব্যাটসম্যান তালিকায় রয়েছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে সময়টা ভালো না যাওয়া সাকিব চারধাপ পিছিয়ে রয়েছেন ২৯ নম্বরে।
বাছাইপর্বে অসাধারণ ব্যাটিং করা তামিম ইকবাল ১৯ধাপ এগিয়ে বর্তমানে রয়েছেন ৩৩ নম্বরে। ধর্মশালায় বাংলাদেশের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে অপরাজিত ৮৩ রান করার পর আয়ারল্যান্ডের বিপক্ষে তার ব্যাট থেকে আসে ঝোড়ো ৪৭ রান। আর বাছাইপর্বের শেষ ম্যাচে অনবদ্য শতক হাঁকিয়ে অপরাজিত থাকেন তামিম।
ব্যাটিং তালিকায় ৫৯ নম্বরে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। মুশফিকুর রহিম রয়েছেন ৬৭ নম্বরে। টাইগারদের আরেক ওপেনার সৌম্য সরকার ৮৩ নম্বরে অবস্থান করছেন।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ১৪ মার্চ ২০১৬
এমআর