কলকাতা: আর কিছুক্ষণের মধ্যে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
বুধবার (১৬ মার্চ) ভারতীয় সময় বিকেল তিনটায় (বাংলাদেশ সময় সাড়ে ৩টায়) কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
পাকিস্তানের বিপক্ষে এ খেলা নিয়ে ইতোমধ্যেই বেশ উৎসাহ শুরু হয়েছে কলকাতায়। খেলা উপলক্ষে বাংলাদেশ থেকে আসা টাইগার সমর্থকরা ইতোমধ্যেই ইডেন গার্ডেন্সে পৌঁছাতে শুরু করেছেন। শুধু বাংলাদেশ নয় কলকাতার ক্রিকেটপ্রেমীদের মধ্যেও এ খেলা নিয়ে যথেষ্ট উৎসাহ রয়েছে।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শমীক রায় জানান, ইডেনে বাংলাদেশ-পাকিস্তানের খেলায় তিনি বাংলাদেশকে সমর্থন করছেন। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বাংলাদেশের কিছু ছাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান অনেকেই খেলা দেখার জন্য মাঠে আছেন।
এছাড়া কর্মসূত্রে কলকাতায় বসবাসকারী বাংলাদেশের মানুষদের বড় একটি অংশও মাঠে হাজির আছেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ১৬ মার্চ , ২০১৬
ভিএস/ওএইচ/আরআই