ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিনিয়রদের এগিয়ে আসতে বললেন ম্যাথিউজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
সিনিয়রদের এগিয়ে আসতে বললেন ম্যাথিউজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। তবে কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের মতো কিংবদন্তিরা অবসর নেওয়ায় এবারে ফেভারিটের তকমাটা পাচ্ছে না দলটি।

তাই দলের এ ক্রান্তিকালে সিনিয়র ব্যাটসম্যানদের এগিয়ে আসতে বললেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ।

লঙ্কান দলপতি বিশ্বাস করেন দিনেশ চান্দিমাল ও লাহিরু থিরিমান্নের মতো অভিজ্ঞরা দলের ব্যাটিংয়ে ভরসা যোগাবে।

ক’দিন আগেও টি-২০ ফরম্যাটে খুব একটা ভালো সময় যাচ্ছিল না চান্দিমাল ও থিরিমান্নের। তবে সদ্য শেষ হওয়া এশিয়া কাপে লঙ্কানদের বাজে পারফরম্যান্স হলেও ভালো খেলেন ডানহাতি ব্যাটসম্যান চান্দিমাল। এছাড়া বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে রানে ফেরেন থিরিমান্নে।

এদিকে দলে ম্যাথিউজ নিজে, তিলকেরন্তে দিলশান ও স্পিনার রঙ্গনা হেরাথের মতো অভিজ্ঞরাও রয়েছে। তাই আসরে নিজেদের মেলে ধরতে পারবেন বলে বিশ্বাস করেন এ অলরাউন্ডার।

এবারের আসরে মূল পর্বে গ্রুপ ‘ওয়ানে’ রয়েছে শ্রীলঙ্কা। এই গ্রুপে অন্যদলগুলো হলো, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ১৬ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।