ঢাকা: অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের পরের ম্যাচে টাইগাররা শক্তভাবেই ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, আমাদের পরবর্তী খেলা অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ মার্চ।
এই গতিদানব বলেন, নিশ্চয় দেশবাসী আমাদের আগের মতোই দোয়া করে যাবেন, আমরাও আমাদের সেরাটা দেওয়ার সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
এর আগে, সৌম্যের দারুণ ক্যাচ নিয়ে তাসকিন বলেছিলেন, সত্যিই ক্যাচটি অবিশ্বাস্য।
ছোট ফরমেটের এই খেলায় তাসকিন অংশ নিয়েছেন ১৩ ম্যাচে। যাতে তিনি পেয়েছেন ৯টি উইকেট। সেরা বোলিং ৩২ রানে ২টি। গতকাল বুধবার-১৬ মার্চ পাকিস্তানের সঙ্গে তিনি সেরা বোলিং ফিগারটি গড়েন। এর আগে বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে চেন্নাইতে গিয়ে পরীক্ষা দেন তিনি।
বৃহস্পতিবার সকালে বেঙ্গালুরুর উদ্দেশে কলকাতার টিম হোটেল ছেড়ে যান মাশরাফিরা। সেখানে অস্ট্রেলিয়া ও ভারতের সঙ্গে দু’টি ম্যাচে লড়তে হবে টিম বাংলাদেশকে। বেঙ্গালুরুতে পৌঁছে তিনদিন অনুশীলনের পর চেন্নাস্বামী স্টেডিয়ামে ২১ মার্চ স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় (বাংলাদেশ সময় রাত ৮টায়) অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। ২৩ মার্চ ওই মাঠেই একই সময়ে মাশরাফিরা নামবেন আয়োজক ভারতের বিপক্ষে।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
আইএ