ঢাকা: দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফিল্ডার জন্টি রোডসও প্রশংসায় ভাসালেন পাকিস্তানের বিপক্ষে অসাধারণ ক্যাচ নেওয়া সৌম্য সরকারকে।
ম্যাচের পর ব্রায়ান লারা, হার্শা ভোগলেসহ ক্রিকেটার, ক্রিকেট বিশ্লেষকরা ক্যাচের বর্ণনা দিতে গিয়ে ভাষা হারিয়েছিলেন।
আর রোডস টুইট করেছেন, ‘দারুণ এক ম্যাচ দেখলাম, কিছু দারুণ ইনিংসও। কিন্তু সৌম্য অসাধারণ!’
মোহাম্মদ হাফিজ যখন মাঠের চারপাশে ছয়-চারের ফুলঝুরি ঝরাচ্ছিলেন ঠিক সেসময় বাউন্ডারিতে অবিশ্বাস্য এক ক্যাচ নেন সৌম্য।
আরাফাত সানির স্লগ বল মিড ডিপ উইকেটের উপর দিয়ে উড়িয়ে মারেন হাফিজ। সৌম্য দৌড়ে শূন্যে উড়ে বলটি ধরেন। তবে একেবারে নাকের ডগায় ছিলো বাউন্ডারি রোপ। তাই রোপে পা গলানোর আগেই এবার বলটিকে শূন্যে উড়িয়ে সীমানার ওপারে চলে যান সৌম্য।
এরপর বলটি শূন্যে থাকা অবস্থায়ই মাঠের ভিতরে ঢুকে ক্যাচ লুফে নেন ম্যাজিক ম্যান বনে যাওয়া সৌম্য সরকার। পুরো ঘটনাটি কয়েক সেকেন্ডের।
এ ক্যাচের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পুরো ক্রিকেট বিশ্ব ভাসে সৌম্যের প্রশংসায়। কারও কারও যেন বিশ্বাসও হচ্ছিলো না এভাবে ক্যাচ নেওয়া যায়।
কমেন্টেটর হার্শা ভোগলে অসাধারণ এ ক্যাচের পর টুইট করেছেন, এ ক্যাচ ব্যাখ্যার জন্য ভাষা খুঁজতে হবে। কোনো ভাষাই খুঁজে পাওয়া যাচ্ছে না!
ব্রায়ান লারা টুইটে লেখেন: হোয়াট এ ক্যাচ
ইএসপিএসক্রিকইনফো বলে: এটিই কী হবে টুর্নামেন্টের সেরা ক্যাচ?
ক্রিকেট.কম.এইউ লেখে: অ্যামাজিং!
আর সবশেষ সর্বকালের সেরা ক্যাচার ও ফিল্ডার জন্টি রোডসের প্রশংসা নিশ্চয় নতুন উদ্দীপনা সৌম্য সরকারের জন্য।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
এএ