ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের গ্রুপ ওয়ানের ম্যাচে ইংল্যান্ডকে ২৩০ রানের বিশাল টার্গেট ছুঁড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভারে ইংলিশ বোলারদের উড়িয়ে দিয়ে অর্ধশতকের দেখা পান দুই প্রোটিয়া ওপেনার হাশিম আমলা ও কুইন্টন ডি কক।
টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ দলপতি ইয়ন মরগান। প্রোটিয়াদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন ডি কক ও হাশিম আমলা। প্রথম ওভার থেকে মাত্র দুই রান তোলেন তারা। এরপরই ডি কক ও আমলার ব্যাটে ঝড় উঠে।
পাওয়ার প্লে’র ছয় ওভারে আসে ৮৩ রান। দলীয় ৫০ পূর্ণ করতে দুই ওপেনার মাত্র ২৩ বল খরচ করেন। ৪৮ বলে দলীয় শতক আচে। ২১ বলে অর্ধশতকের দেখা পান ডি কক। এর আগে ২৫ ম্যাচ ধরে কোনো অর্ধশতক ছিলোনা ২৩ বছর বয়সী এ বামহাতি ওপেনারের।
ইনিংসের অষ্টম ওভারের প্রথম বলে বিদায় নেন ২৪ বলে ৫২ রান করা ডি কক। মঈন আলীর বলে হেলসের হাতে ধরা পড়ার আগে তার ব্যাট থেকে ৭টি চারের পাশাপাশি মুম্বাইয়ের দর্শকরা দেখেছে তিনটি বিশাল ছক্কার মার। দলীয় ৯৬ রানে ভাঙে ওপেনিং জুটি।
তিন নম্বরে নামা ভিলিয়ার্স আদিল রশিদের বলে ক্যাচ তুলে দেওয়ার আগে ৮ বলে দুটি ছক্কায় ১৬ রান করেন।
২৫ বলে অর্ধশতকের দেখা পান হাশিম আমলা। ইনিংসের ১২তম ওভারে এলবির ফাঁদে পড়েন আমলা। মঈন আলীর বলে আউট হওয়ার আগে ৩১ বলে ৭টি চার আর তিনটি ছক্কায় আমলা করেন ৫৮ রান।
ইনিংসের ১৬তম ওভারে সাজঘরে ফেরেন ১৭ বলে ১৭ রান করা ডু প্লেসিস। উইলির বলে মিড উইকেটে জ্যাসন রয়ের তালুবন্দি হন প্লেসিস।
২৬ বলে অর্ধশতকের দেখা পান জেপি ডুমিনি। শেষ পর্যন্ত ২৮ বলে ৩টি চার আর ৩টি ছক্কায় ৫৪ রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ১২ বলে দুটি করে চার ও ছক্কায় ২৮ রান করে অপরাজিত থাকেন ডেভিড মিলার। ডুমিনি আর মিলার ২৭ বলে ৬০ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন থাকেন।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের ১৮তম ম্যাচে দুই দল মুখোমুখি হয়। নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে কিছুটা চাপে ইংলিশরা। অন্যদিকে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে প্রোটিয়ারা।
ইংল্যান্ড একাদশ: জ্যাসন রয়, অ্যালেক্স হেলস, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), জস বাটলার, বেন স্টোকস, মঈন আলী, আদিল রশিদ, ডেভিড উইলি, ক্রিস জর্ডান ও রিস টপলি।
দক্ষিণ আফ্রিকা একাদশ: হাশিম আমলা, ডি কক, এবি ডি ভিলিয়ার্স (উইকেটরক্ষক), ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, ডেল স্টেইন, কাইল অ্যাবোট ও ইমরান তাহির।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ১৮ মার্চ ২০১৬
এমআর