ঢাকা: এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাড়তি উত্তেজনার নাম পাকিস্তান বনাম ভারতের ম্যাচ। গ্রুপ পর্বে দু’দলের আজকের (শনিবার) এ ম্যাচটি অবশ্য আলাদা সমীকরন তৈরী করবে।
পাক-ভারত ম্যাচে দুটি ভিন্ন দিক সব সময়ই লক্ষ্যনীয়। তা হলো ভারতের ব্যাটিং বনাম পাকিস্তানের বোলিং। ভারতের যেমন রয়েছে বিশ্বসেরা সব তারকা ব্যাটসম্যান। তেমনি প্রতিবেশি দেশটির রয়েছে ভারতের ব্যাটিংকে আটকানোর মতো ক্ষমতা। আর দু’দলের ব্যাটিং-বোলিং বিচারে অবশ্যই সব থেকে এগিয়ে থাকবে বিরাট কোহলি ও মোহাম্মদ আমির।
কলকাতার ইডেন গার্ডেনসে আজ বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। এর আগে দেখে নেই দু’দলের ব্যাটিং-বোলিংয়ে এগিয়ে কারা।
ব্যাটিং:
১. রোহিত শর্মা বনাম শারজিল খান- রোহিত এগিয়ে।
২. আহমেদ শেহজাদ বনাম শিখর ধাওয়ান- ক্লাসে এগিয়ে শিখর। কিন্তু ফর্মে এগিয়ে শেহজাদ।
৩. মোহাম্মদ হাফিজ বনাম বিরাট কোহলি- ফর্মে ফিরেছেন হাফিজ। কিন্তু কোহলি এগিয়ে।
৪. শাহিদ আফ্রিদি বনাম সুরেশ রায়না- ফর্মের বিচারে অনেকটা এগিয়ে আফ্রিদি।
৫. উমর আকমল বনাম ধোনি- এ পর্যায়ে পুরোটাই এগিয়ে ধোনি।
৬. শোয়েব মালিক বনাম যুবারজ- অফ ফর্মে যুবরাজ। মালিক সেরাটা খেলছেন।
৭. ইমাদ ওয়াসিম বনাম রবীন্দ্র জাদেজা- এগিয়ে জাদেজাই।
বোলিং:
১. মোহাম্মদ আমির বনাম আশিস নেহেরা- সব দিক থেকে এগিয়ে আমির।
২. মোহাম্মদ ইরফান বনাম জাসপ্রীত বুমরাহ- ইয়র্কারে বুমরা এগিয়ে, গতি ও বাউন্সে ইরফান।
৩. ওহাব রিয়াজ বনাম হার্দিক পান্ডে- ওহাব অভিজ্ঞতায় অনেক এগিয়ে।
৪. ইমাদ ওয়াসিম বনাম রবীচন্দ্রন অশ্বিন- এগিয়ে অশ্বিন।
৫. হাফিজ/শোয়েব বনাম জাদেজা/যুবরাজ- সমান সমান। ব্যাটিং-এর বিচারেও প্রায় তা-ই।
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, ১৯ মার্চ, ২০১৬
এমএমএস