ঢাকা: অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে সাময়িক নিষিদ্ধ হলেন বাংলাদেশের স্পিনার আরাফাত সানি। বোলিং পরীক্ষার পর তার বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ায় টাইগার এই স্পিনারকে অফিসিয়ালি সাময়িক নিষিদ্ধ ঘোষণা করতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
ফলে, এবারের বিশ্বকাপে আর মাঠে নামা হচ্ছে না সানির। জানা যাচ্ছে আরাফাত সানির পরিবর্তে বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার কথা সাকলাইন সজীবের।
জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বাংলানিউজকে জানান, আইসিসি থেকে এখন পর্যন্ত আমাদের অফিসিয়াল ভাবে কিছু জানানো হয়নি। সানির ব্যাপারটি আমরা শুধু শুনতে পেরেছি। তবে, আমার মনে হচ্ছে এবারের বিশ্বকাপে আর খেলা হবে না সানির। তাকে নিষিদ্ধ ঘোষণা করতে যাচ্ছে আইসিসি।
ধর্মশালায় টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে খেলে বাংলাদেশ। গত ৯ মার্চ বিশ্বকাপ বাছাইয়ের ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ডাচদের বিপক্ষে তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন মাঠের আম্পায়াররা। শুধু প্রশ্ন তুলেই তারা ক্ষান্ত হননি, বিষয়টি জানান ম্যাচ রেফারিকে আর ম্যাচ রেফারি জানায় আইসিসিকে।
টাইগাররা সে ম্যাচটিতে জয় পেলেও ম্যাচ শেষে জানা যায়, আরাফাত সানি ও টাইগার পেসার তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ম্যাচের দায়িত্ব পালন করা দুই আম্পায়ার ভারতের সুন্দারাম রবি ও অস্ট্রেলিয়ার রড টাকার। ফলে, দ্রুতই তাদের বোলিং পরীক্ষার নির্দেশ দেওয়া হয়।
ভারতের চেন্নাইয়ের স্যার রামাচন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে যান সানি। বোলিং অ্যাকশন পরীক্ষা শেষ করে চেন্নাই থেকে আবারো ধর্মশালায় ফেরেন টাইগার স্পিনার আরাফাত সানি। এরপর দলের সঙ্গে কলকাতায় যান।
বোলিং অ্যাকশন শুধরে আবারো পরীক্ষা দেয়ার পর অ্যাকশন বৈধ হলেই আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন সানি। তার আগ পর্যন্ত নিষিদ্ধই থাকবেন এই টাইগার স্পিনার।
এদিকে, তাসকিনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত অফিসিয়ালি না এলেও তাকে ত্রুটিমুক্ত হিসেবে শিগগিরই ঘোষণা করা হতে পারে। চেন্নাইয়ে তাসকিনও বোলিং পরীক্ষা দিয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, ১৯ মার্চ ২০১৬
এমআর