ঢাকা: অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে সাময়িক নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ দলের বাঁহাতি স্পিনার আরাফাত সানি। তার বিকল্প হিসেবে ভারত যাওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে প্রস্তুত থাকতে বলা হয়েছে আরেক বাঁহাতি স্পিনার সাকলাইন সজীবকে।
সাকলাইন সজীব এ মুহূর্তে তার নিজ বাড়ি রাজশাহীর বেলদারপাড়ায় অবস্থান করছেন। ঢাকা আসার প্রস্তুতি নেয়ার প্রাক্কালে মুঠোফোনে বাংলানিউজকে এ স্পিনার বলেন, সানি ভাইয়ের বোলিংকে অবৈধ বলা হচ্ছে। এটা আমাদের জন্য ভালো খবর নয়। তার পরিবর্তে আমাকে সুযোগ দেয়া হচ্ছে। সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে চাইবো। জাতীয় দলের হয়ে এখনো খেলিনি। বিশ্বকাপ দিয়ে যদি দলে অভিষেক হয় সেটা আমার কাছে স্বপ্নের মতো ব্যাপার হবে। ’
জাতীয় দলের না খেললেও সাকলাইন সজীব বাংলাদেশ ‘এ’ দলের নিয়মিত ক্রিকেটারদের একজন। ২৭ বছর বয়সী এ স্পিনার ৬৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে নিয়েছেন ৩০৩ উইকেট। ৫৯টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে নিয়েছেন ৭১ উইকেট। আর ৩২টি ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচ খেলে নিয়েছেন ৩৪ উইকেট।
উল্লেখ্য, শনিবার সকালে দুঃসংবাদ পান বাংলাদেশের হয়ে নিয়মিত পারফর্ম করা আরাফাত সানি। গত ১৩ মার্চ দুপুরে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা শেষ করে ধর্মশালায় দলের সাথে যোগ দেন সানি। তার বোলিং সত্যিকার অর্থেই ত্রুটিমুক্ত কী না সেটা জানার জন্য অপেক্ষা ছিল ক্রিকেট বিশ্বের।
সপ্তাহ খানেক ব্যবধানে আজ শনিবার পরীক্ষার ফল বের হয় সানির। চেন্নাইয়ে দেয়া পরীক্ষায় পাস করতে পারেননি তিনি! অবৈধ বোলিং অ্যাকশনের কারণে সানিকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ১৯ মার্চ ২০১৬
এসকে/এমআর